ইউপিতেও INDIA জোটে ইতি! আসন সমঝোতা না হওয়ায় একাই হাঁটতে চলেছেন অখিলেশ যাদব

বাংলা হান্ট ডেস্ক : ভোটের মুখে ফের একবার বড়সড় ধাক্কা খেল বিরোধী জোট। সপা প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সমাজবাদী পার্টি (Samajwadi Party) ও কংগ্রেসের (Congress) মধ্যে কোনও জোট হবেনা। অন্তত সর্বভারতীয় মিডিয়ার তো এমনটাই খবর। সূত্রের খবর, আসন বণ্টন নিয়ে সপা এবং কংগ্রেসের মধ্যে সমঝোতা সম্ভব হয়নি।

সূত্রের খবর, গত সোমবার সমাজবাদী পার্টি, জোটের মূল কাণ্ডারী কংগ্রেসকে ১৭টি আসনের প্রস্তাব দেয়। তবে কংগ্রেস নাকি এতে রাজি নয়। এখানে বলে রাখা ভালো, এর আগে সপা কংগ্রেসকে ১১টি আসন দেওয়ার কথা বলেছিল। তবে তাতে রাজি ছিলনা কংগ্রেস। তারপরেই শুরু হয় আলোচনা এবং শেষমেষ কংগ্রেসের জন্য ১৭টি আসন ছেড়ে দিতে রাজি হয় অখিলেশ যাদবের দল।

কিন্তু কংগ্রেস চেয়েছিল অন্তত ২০টি আসনে লড়তে। তবে তিনটি আসন কমের চেয়েও বড় হয়ে দাঁড়ায় মোরাদাবাদ নিয়ে। কারণ একটি আসনে দুই পক্ষেরই নজর তীক্ষ্ণ। উল্লেখ্য, এর আগে মোরাদাবাদ থেকে সপার হয়ে প্রার্থী দাঁড়িয়েছিলেন এসটি হাসান। এই আসনটি জিতেওছিলেন তিনি। আর এবার কংগ্রেসও এই আসনটিতে লড়তে মরিয়া।

আরও পড়ুন : লাউডস্পিকারে দেওয়া যাবে না আজান, মসজিদের ভিতরে ইফতারেও নিষেধাজ্ঞা! রমজানে কড়া নিয়ম সৌদিতে

india alliance 2129427116 sm

মোরাদাবাদ বাদ দিয়ে আমেঠি, রায়বেরেলি, বারাবাঙ্কি, সীতাপুর, কায়সারগঞ্জ, বারাণসী, আমরোহা, সাহারানপুর, গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাদ, বুলন্দশহর, ফতেহপুর সিক্রি, কানপুর, হাতরাস, ঝাঁসি, মহারাজগঞ্জ এবং বাগপত আসন কংগ্রেসের হাতে ছেড়ে দেওয়ার কথা বলেছে সপা। তবে কংগ্রেস এখন সেই অফার না গ্রহণ করলে এবার ইউপিতে অখিলেশের দলকে ৮০টি আসনেই প্রার্থী দিতে দেখা গেলে অবাক হওয়ার থাকবে না।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর