মাঝ রাস্তায় শেষ অ্যাম্বুলেন্সের তেল, হাসপাতালে পৌঁছানোর আগেই প্রাণ গেল রোগীর

বাংলাহান্ট ডেস্ক : দেশের করুণ স্বাস্থ্য ব্যবস্থার ছবি ফের একবার প্রকাশ্যে এলো। অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মাঝ রাস্তায় শেষ হয়ে গেল অ্যাম্বুলেন্সের জ্বালানি। হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হল রোগীর। শনিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানের বাঁশওয়ারাতে।

অভিযোগ, মাঝ রাস্তায় অ্যাম্বুলেন্সের জ্বালানি শেষ হয়ে যাওয়ায় রোগীর আত্মীয়রা অ্যাম্বুলেন্সটিকে ঠেলতে ঠেলতে হাসপাতালে নিয়ে যান। কিন্তু রোগীর অবস্থা সংকটজনক ছিল। তাই হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তাতেই মৃত্যু হয় রোগীর। এই ঘটনায় সাধারণ মানুষ অভিযোগের আঙুল তুলেছেন জেলা স্বাস্থ্য দপ্তরের দিকে। তাদের বক্তব্য, অ্যাম্বুলেন্সের চালক ও তদারকি সংস্থার দায়িত্বজ্ঞানহীনতায় মৃত্যুর মাধ্যমে তার মূল্য চোকালেন এক রোগী।

বিষয়টি নিয়ে তদন্তের আদেশ দিয়েছেন বাঁশওয়ারার জেলা স্বাস্থ্য আধিকারিক। এই ঘটনার পিছনে কারা দায়ি তা জানার জন্য তিনি দ্রুত অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে হাসপাতালের সিএমওএইচ সাফাই দিয়ে বলেছেন, একটি বেসরকারি সংস্থা হাসপাতালের ১০৮ এম্বুলেন্স চালায়। এই গাফিলতির ঘটনা তাদের জন্যই ঘটেছে।

সিএমওএইচ সংবাদ সংস্থাকে বলেছেন, “জানতে পারলাম ওই অদ্ভুত ঘটনা সম্পর্কে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্তের আদেশ দিয়েছি। আমরা মৃত রোগীর পরিবারের সঙ্গে দেখা করব। একটি বেসরকারি সংস্থা আমাদের ১০৮ এম্বুলেন্স চালায়। তারাই অ্যাম্বুলেন্সের রক্ষণাবেক্ষণ করে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।”

Ambulance rajasthan

এই ঘটনায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পি এস কাছারিয়াস বলেছেন, “মাঝপথে যদি এম্বুলেন্সের জ্বালানি ফুরিয়ে গিয়ে থাকে এবং তার ফলে রোগীর মৃত্যু হয় তাহলে সেটা ম্যানেজমেন্ট এর ব্যর্থতা। ঘটনার পিছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর