এপ্রিল মাসে অনেকটাই কমল গাড়ি বিক্রির পরিমাণ! কারণ জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক: গত মাসে অর্থাৎ এপ্রিলে দেশে যাত্রীবাহী গাড়ির (Passenger Vehicles) খুচরো বিক্রির পরিমাণ এক শতাংশ হ্রাস পেয়েছে বলে জানা গিয়েছে। এর প্রধান কারণ হল ১ এপ্রিল থেকে কার্যকর করা কঠোর নির্গমন নিয়ম (Emission Norm)। যার কারণে ক্রেতারা মার্চ মাসেই গাড়ি কেনার প্রতি আকৃষ্ট হয়েছেন।

ইতিমধ্যেই ফেডারেশন অব অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন (FADA) এই তথ্য জানিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিলে যাত্রীবাহী গাড়ির খুচরো বিক্রয়ের পরিমান হল ২,৮২,৬৭৪ ইউনিট। তবে, ২০২২-এ এই পরিমাণ ছিল ২,৮৬,৫৩৯ ইউনিট।

কেন হ্রাস পেল বিক্রি: এই প্রসঙ্গে FADA সভাপতি মনীশ রাজ সিংহানিয়া জানিয়েছেন, “যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রটি ২০২২-২৩ সালে রেকর্ড বিক্রি অন্তর্ভুক্ত করেছে। তবে এপ্রিলে যাত্রীবাহী গাড়ির বিক্রি কম হয়েছে। এর প্রধান কারণ হল, গত বছরের উচ্চ বেস ইফেক্ট এবং OBD2A নিয়ম। যার কারণে গাড়ির দাম বেড়েছে এবং অধিকাংশজন এপ্রিলের পরিবর্তে মার্চে গাড়ি কেনা ভালো বলে মনে করেছেন।

টু-হুইলারের বিক্রি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এপ্রিল মাসে টু-হুইলারের রেজিস্ট্রেশন ৭ শতাংশ কমে গিয়ে ১২,২৯,৯১১ ইউনিট হয়েছে। যা এক বছর আগের এই সময়ে (এপ্রিল ২০২২) ১৩,২৬,৭৭৩ ইউনিট ছিল। সিংহানিয়া OBD 2A-তে স্থানান্তর, বৃষ্টি এবং মার্চ মাসে কেনাকাটার প্রতি গ্রাহকদের পছন্দের জন্য এই বিক্রয় হ্রাস ঘটেছে বলে জানান। তাঁর মতে, গ্রামীণ এলাকায় এখনও বিক্রির পরিমাণ ভালো হয়নি। করোনার মতো ভয়াবহ মহামারীর পূর্বে ২০১৯-এর এপ্রিলের সময়ের তুলনায় টু-হুইলার বিক্রি এখনও (এপ্রিল ২০২৩) ১৯ শতাংশ কম রয়েছে।

automobile retail sales see double digit growth in feb on robust demand

তিন চাকার যানবাহন বিক্রয়: ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন দ্বারা জানানো হয়েছে যে, তিন চাকার যানবাহনের খুচরো বিক্রয় গত মাসে ৭০,৯২৮ ইউনিটে পৌঁছেছে। যা ২০২২ সালের এপ্রিলে ৪৫,১১৪ ইউনিটের তুলনায় ৫৭ শতাংশ বেশি।পাশাপাশি বাণিজ্যিক যানবাহনের রেজিস্ট্রেশন এপ্রিলে দুই শতাংশ বেড়ে ৮৫,৫৮৭ ইউনিট হয়েছে। যা আগের বছরের এপ্রিলে ৮৩,৯৮৭ ইউনিট ছিল।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর