বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহে এক সুখবর শোনাল সুইস ব্যাঙ্ক (Swiss Bank)। গত ১৩ বছরের মধ্যে সুইস ব্যাঙ্কে ভারতীয়দের অর্থের পরিমাণ রেকর্ড হারে বেড়েছে। যা ২০২০ সালেই বেড়েছে প্রায় ২০ হাজার ৭০০ টাকারও বেশি। যার ফলে বৃহৎ লাভের মুখে ভারতীয়রা।
বিভিন্ন সময়ে একাধিক দেশিয় সংস্থা এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সুইস ব্যাঙ্কে টাকা রাখেন ভারতীয় গ্রাহকরা। তাঁরা এই পদ্ধতিতে বিভিন্ন সময়ে প্রায় কোটি কোটি টাকা রাখেন সুইস ব্যাঙ্কে। ২০১৮ সালের শেষে একবার সুইস ব্যাঙ্কের অর্থের পরিমাণ প্রায় ৬ হাজার ৬২৫ কোটি টাকা বৃদ্ধি পেয়েছিল ভারতীয়দের।
২০১৮ সালে বেশকিছুটা বৃদ্ধি পেলেও পরবর্তী দুবছর পর পর বৃদ্ধি কমতে দেখা গিয়েছিল। তবে আবারও ২০২০ সাল রেকর্ড পরিমাণে বৃদ্ধি পায় সুইস ব্যাঙ্কে ভারতীয়দের অর্থ, যা প্রায় ২০ হাজার ৭০০ টাকারও বেশি পরিমাণ। হিসেব বলছে, সুইস ব্যাঙ্কে থাকা অর্থের পরিমাণের মধ্যে অন্যান্য দেশের থেকে ভারতীয়দের রাখা অর্থের পরিমাণ সবথেকে বেশি। অর্থাৎ, অন্যান্য দেশের তুলনায় ভারতীয়রা বেশি পরিমাণে অর্থ রেখেছেন সুইস ব্যাঙ্কে।
বলা হয়, সুইস ব্যাঙ্কে রাখা অর্থ প্রকৃত পক্ষে কালো টাকা। কিন্তু ভারতীয় গ্রাহকদের প্রতি দায়বদ্ধ থাকার কারণে কখনই অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য ও আমানত প্রকাশ করে না সুইস ব্যাঙ্ক। অনেক প্রবাসী ভারতীয়রাও এই ব্যাঙ্কে টাকা রাখেন বলে জানা গিয়েছে। তবে এই ব্যাঙ্কে ঠিক কোন কোন ভারতীয় অর্থ জমা রেখেছেন, সেই তথ্য এখনও পাওয়া যায়নি। ব্যাঙ্ক কর্তৃপক্ষ গ্রাহকদের পরিচয় গোপনীয়তার স্বার্থে তা কখনই প্রকাশ করে না।