উত্তরপত্রে উল্লেখ করতে হবে নম্বর কাটার উপযুক্ত কারণ, নির্দেশ মধ্য শিক্ষা পর্ষদের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সদ্য শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। অনান্য বারের মত এবারও রাজ্য সরকার পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছিল রাজ্য সরকার। এবার পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছেন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। এবার থেকে পরীক্ষার্থীর উত্তরপত্রে নম্বর কাটার উপযুক্ত কারণও লিখে দিতে হবে পরীক্ষককে।

পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান পরীক্ষার্থীর কোন প্রশ্নের উত্তরে নম্বর কেন কাটা হচ্ছে তার উপযুক্ত বর্ণনা দিয়ে দিতে হবে অর্থাৎ কোনো প্রশ্নের মান যদি পাঁচ নম্বর হয়ে থাকে আর পরীক্ষক যদি সেখানে তাকে তিন নম্বর দিয়ে থাকে এক্ষেত্রে সেই পরীক্ষার্থীর দু’নম্বর কেন কাটা হল তার উপযুক্ত কারণ লিখে দিতে হবে সেই উত্তর পত্রেই। আর এই নতুন নিয়ম চালু করা হবে চলতি বছর থেকেই যার ফলে একদিকে খাতা দেখার ক্ষেত্রে যেসব ভুল ভ্রান্তি গুলি হয়ে থাকে সেগুলি অনেকখানি কমে যাবে। আর এরই সাথে সাথে পরীক্ষকও আরো বেশি করে সেই পরীক্ষার্থীর খাতা দেখার ক্ষেত্রে মনোনিবেশ করবেন।

এবার সরকারের  তরফ থেকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছিল প্রশ্নপত্র ফাঁসের দিকে। পরীক্ষার দিন অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। বিভিন্ন জেলায় ৪২ টি ব্লকে এদিন বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট পরিষেবা। তার পরও পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ায় নিরাপত্তার দিকে অঙ্গুলি নির্দেশ করছেন অনেকেই।

রাজ্যে  মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ভুয়ো রোল নম্বর নিয়ে পরীক্ষায় বসছে, এমন ছাত্রদেরও ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।আবার অন্যদিকে ডিজিটাল মাধ্যমে যারা টুকলি করবে তাদের তথ্যপ্রযুক্তি আইনের বিধি মেনে শাস্তি দেওয়া হবে।
X