আরোগ্য সেতু অ্যাপ একটি নজরদারি সিস্টেম! এটি জোর করে মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া উচিৎ নাঃ রাহুল গান্ধী

বাংলা হান্ট ডেস্কঃ ভারতে করোনা ভাইরাসের বেড়ে চলা মামলার জন্য লকডাউন আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। লকডাউনের সময়সীমা দুই সপ্তাহ বাড়ানোর সাথে সাথে সরকার সমস্ত সার্বজনীন আর বেসরকারি সেক্টরের কর্মচারীদের কন্টাক্ট ট্র্যাকিং এর জন্য আরোগ্য সেতু অ্যাপ (Aarogya Setu app) বাধ্যতা মূলক করে দিয়েছে। একদিকে কেন্দ্র সরকার আরোগ্য সেতু অ্যাপের ব্যবহার বাড়াতে চাইছে, আরেকদিকে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi) এই অ্যাপ নিয়ে প্রশ্ন তুলেছেন।

রাহুল গান্ধী ট্যুইট করে লেখেন, ‘আরোগ্য সেতু অ্যাপ একটি নজরদারি রাখার সিস্টেম, যেটি প্রাইভেট অপারেটর দ্বারা প্রচলিত, এই অ্যাপে কোন সংস্থা দ্বারা নিরীক্ষণ করা হয়নি।” উনি লেখেন, ‘এই অ্যাপে ডেটা সুরক্ষা আর প্রাইভেসি নিয়ে চিন্তা হচ্ছে। প্রযুক্তি আমাদের নিরাপদ থাকতে সহায়তা করতে পারে, কিন্তু একজনের অনুমতি ছাড়া নাগরিকদের ট্র্যাক করা উচিৎ না। ভয়ের নামে সুবিধা নেওয়া ভুল।”

উল্লেখনীয়, এই আরোগ্য সেতু অ্যাপের চর্চা গোটা বিশ্বে হচ্ছে। আরোগ্য সেতু অ্যাপের উদ্দেশ্য হল, করোনা ভাইরাস মহামারীর চেন ভাঙার জন্য উপযুক্ত পদক্ষেপ সুনিশ্চিত করা। গুগল প্লেতে এই অ্যাপকে ৫০ মিলিয়নের বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছে।

এই অ্যাপকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা সমস্ত সার্বজনীন এবং বেসরকারি সেক্টরের কর্মচারীদের ব্যবহার করার অনিবার্য করেছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর