ভারতের আপত্তিতে এশিয়া কাপ সরে গেল পাকিস্তান থেকে। এবারের এশিয়া কাপ হবে নিরপেক্ষ ভেন্যুতে।

দীর্ঘ দশ বছর পর পাকিস্তানে ফিরে এসে আন্তর্জাতিক ক্রিকেট। 2009 সালে শ্রীলঙ্কান ক্রিকেট বাসের ওপর জঙ্গি হামলা হয়েছিল, পাকিস্তানে তারপর থেকে আর কোন দেশ পাকিস্তানের ক্রিকেট খেলার সাহস পায়নি। অবশেষে 2019 সালে শ্রীলঙ্কা ক্রিকেট দল প্রথমে টি-টোয়েন্টি এবং পরে টেস্ট সিরিজ খেলেছে পাকিস্তানে। তারপর পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলতে গিয়েছিল বাংলাদেশ। আর সেই কারণে এখন পাকিস্তান দাবি করছে যে এখন তাদের দেশ পুরোপুরি ভাবে নিরাপদ ক্রিকেট খেলার জন্য। কিন্তু তারপরও অন্যান্য দেশগুলো পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলতে ভরসা পাচ্ছে না।

এশিয়ার দুই দেশ পাকিস্তান এবং বাংলাদেশ পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলে এসেছে। তাই পাকিস্তান ক্রিকেট বোর্ড ভেবে ছিল তারা হয়তো এবার এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাবে কিন্তু সেটা আর হল না। পাকিস্তানের এশিয়া কাপ আয়োজনে জল ঢেলে দিল বিসিসিআই। যখন পাকিস্তান দাবি করছিল আমাদের দেশে এশিয়া কাপ করানো হোক, সেই সময় বিসিসিআই আইসিসিকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল যদি পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হয় তাহলে এবার এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেবে ভারতীয় দল।

   

300867139b285291330e23b88ff45fc117fbc627

তারপর থেকে পাকিস্তানের বদলে একটা নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে জোর জল্পনা উঠেছিল। কয়েকদিন আগে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী সরাসরি সাংবাদিকদের জানিয়ে দিয়েছিলেন এশিয়া কাপ হতে চলেছে নিরপেক্ষ ভেন্যুতে। আর তাই এবারের এশিয়া কাপে ফের ভারত-পাক দৈরত্ব দেখা যাবে। অবশেষে পাকিস্তান থেকে সরে গেল এশিয়া কাপ। এবারের এশিয়া কাপ হতে চলেছে দুবাইতে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর