গোলাপি বলে টেষ্ট খেলার জন্য ভারতকে প্রস্তাব দিতে চলেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

এক বছর আগে ভারতীয় ক্রিকেট দল যখন অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়েছিল সেই সময় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি দিনরাত্রি টেস্ট খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল ভারতীয় দল কে। কিন্তু সেই সময় গোলাপি বলে টেষ্ট খেলার কোন রকম অভিজ্ঞতা না থাকার কারণে দিবারাত্রি টেষ্ট খেলতে অস্বীকার করেছিল ভারতীয় দল। তবে বাংলাদেশের সাথে দিবারাত্রি টেষ্ট খেলার পরেই পরের বছরের শুরুতেই ভারতের রয়েছে অস্ট্রেলিয়া সফর। সেই সফরে ভারতের সাথে একটি দিবারাত্রি টেস্ট ম্যাচের আয়োজন করতে চাই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

ইতিমধ্যেই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলার পরেই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সাথে কথা বার্তা বলবেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। সৌরভ গাঙ্গুলী যদি সম্মতি জানান তাহলে সরকারি ভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আবেদন জানাবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। আর যদি ভারতীয় ক্রিকেট বোর্ড সবুজ সংকেত দেয় তাহলে গোলাপি বলে প্যাট কমিন্স, মিচেল স্টার্কদের সামলাতে হবে বিরাট কোহলিদের।

184526153138fd21a929e3518f819fb5ee29e8004

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের চিফ এক্সেকিউটিভ অফিসার কেভিন রবার্টস নিজে থেকে একথা জানিয়েছেন। তিনি বলেছেন ভারত যে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিবা রাত্রি টেস্ট ম্যাচ খেলতে চলেছে এটা শুনে খুবই ভালো লাগলো। আমরাও ভারতের মতো একটি শক্তিশালী টেস্ট দলের সাথে দিবা-রাত্রির টেস্ট খেলতে আগ্রহী।

এছাড়াও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন যে গত বছর ভারত যখন অস্ট্রেলিয়া সফরে এসেছিল তখন ভারতীয় বোর্ডের কাছে বারে বারে অনুরোধ করেছিল অস্ট্রেলিয়া যাতে ভারত একটি দিবারাত্রি টেস্ট ম্যাচ খেলে। কিন্তু সেই সময় গোলাপি বলে খেলার অভিজ্ঞতা না থাকার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড সরাসরি না বলে দিয়েছিল অস্ট্রেলিয়াকে। কিন্তু এখন বাংলাদেশের বিরুদ্ধে দিবারাত্রি টেস্ট খেলার মধ্যে দিয়ে ভারতের অভিষেক ঘটে যাচ্ছে অর্থাৎ ভারতীয় দলের অভিজ্ঞতা হয়ে যাচ্ছে গোলাপি বলে খেলার। তাই এবার হয়তো গোলাপি বলে দিনরাত্রি টেষ্ট খেলতে ভারতীয় দল  অস্বীকার করবেন না বলে মনে করছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।


Udayan Biswas

সম্পর্কিত খবর