বাংলাহান্ট ডেস্ক : আসন্ন গুজরাট (Gujarat) বিধানসভা নির্বাচনের আগে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এল। গত ১২ সেপ্টেম্বর আম আদমি পার্টির (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) যে অটোচালকের বাড়ি রাতের খাবার খেয়েছেন, সেই অটোচালক এখন নিজেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) ভক্ত বলে দাবি করছেন। শুধু তাই নয়, আহমেদাবাদে মোদির সভায় বিজেপি টুপি পরেও হাজিরও হলেন। ওই অটো চালকের নাম বিক্রম দত্তানী।
বিক্রমবাবু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন তিনি প্রথম থেকে নরেন্দ্র মোদির ভক্ত। যেদিন থেকে ভোট দেওয়া শুরু করেছেন সেদিন থেকেই নাকি বিজেপিকেই ভোট দিয়েছেন তিনি। তাহলে ১২ সেপ্টেম্বর রাতে হঠাৎ করে অরবিন্দ কেজরিওয়ালকে নিমন্ত্রণ করে খাওয়াতে গেলেন কেন তিনি? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি কিছু জানি না। ইউনিয়ন থেকে আমাকে বলা হয় কেজরিওয়ালকে নিমন্ত্রণ করতে। আমিও তাই করি। কেজরিওয়াল সেই নিমন্ত্রণ গ্রহণও করেন। গ্রহন যখন করেছেন তখন তাঁকে আপ্যায়ণ তো করতেই হবে।’
জানা যাচ্ছে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে কেজরিওয়াল ওই চালকের বাড়িতে বসে রাতের খাবার খান। দিল্লির মুখ্যমন্ত্রীর সুরক্ষা ব্যবস্থা নিয়ে স্থানীয় পুলিসের সঙ্গে বিবাদও শুরু হয়। এই সুযোগে আম আদমি পার্টিকে তোও দেগেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি আপ নেতা শুধুমাত্র লোক দেখানোর জন্য এই নাটক করেছেন। তিনি একেবারেই সাধারণ মানুষ সেটা বোঝাতেই ওই অটো চালকের বাড়ি রাতের খাবার খেয়েছেন। তবে অটো চালকের বাড়ি খাবার খাওয়ার পর বেশ কিছুটা জনপ্রিয়তা পেয়েছিলেন কেজরিওয়াল৷ অটো চালকের সঙ্গে এক আসনে তাঁর খাওয়ার ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়। কিন্ত শেষ রক্ষা হল ন বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
অপরদিকে বিক্রম দত্তানী নামের ওই অটো চালক বলেন, ‘আমি যখন কেজরিওয়ালকে নিতে তখন খুব ঝামেলা হচ্ছিল। দিল্লির মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েই শুরু হয় সমস্যা।’ তবে কেজরিওয়াল খেয়ে যাওয়ার পর এই বিষয় নিয়ে আর কারুর সঙ্গের তাঁর কথা হয়নি বলে দাবি করেন বিক্রম বাবু। তিনি আরও বলেন, ‘ইউনিয়ন থেকে যা বলা হয়েছিল আমি তাই করেছি। এর থেকে বেশি আমার সত্যেই কিছু জানা নেই।’