বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে প্রযুক্তিগত ভুলের জেরে ব্যাঙ্কের (Bank) গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা (Money) ট্রান্সফার হওয়ার খবর মাঝেমধ্যেই সামনে আসে। ঠিক সেই রকমই এক ঘটনা এবার ঘটল। তবে, এবার সরাসরি এক প্রবাসী যুবকের অ্যাকাউন্টে ঢুকে গেল ২১ লক্ষ টাকা। আর তারপরেই রীতিমতো ঘুম উড়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষের।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ব্রিটেনে বসবাসকারী এক প্রবাসী ভারতীয়ের HDFC ব্যাঙ্কের অ্যাকাউন্টে হঠাৎ করেই ২১ লক্ষ টাকা প্রবেশ করে। আর তারপর থেকেই রীতিমতো খোঁজ নেই ওই যুবকের। শুধু তাই নয়, ব্যাঙ্কের তরফে অভিযোগ করা হয়েছে যে, ওই যুবক এই বিষয়ে আদৌ কোনো সহযোগিতাও করেননি।
এমতাবস্থায়, ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে গত অক্টোবর থেকে ওই যুবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে, HDFC ব্যাঙ্কের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি, ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, যাঁর অ্যাকাউন্টে ভুলবশত ২১ লক্ষ টাকা ঢুকেছে তিনি ব্যাঙ্কের প্রশ্নের কোনো জবাব দিচ্ছেন না। পাশাপাশি, সার্ভারে প্রযুক্তিগত ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে বলেও জানানো হয় ব্যাঙ্কের তরফে।
এমন পরিস্থিতিতে, মনসা দেবী কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিক সুশীল কুমার জানিয়েছেন, ইতিমধ্যেই এই মামলার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি, শীঘ্রই সরকারের মাধ্যমে ব্রিটেনের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হবে। তিনি বলেন, “তদন্ত মারফত জানা গিয়েছে, ২৩ বছর বয়সী ওই যুবক ব্রিটেনে পড়াশোনা করতে গিয়েছেন। আমরা তাঁর বাবার সঙ্গেও কথা বলেছি। তিনি হিমাচল প্রদেশ সরকারের এক উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার। তবে, তিনি তাঁর সন্তানকে ত্যাজ্যপুত্র করেছেন।”
এছাড়াও, ওই পুলিশ আধিকারিক আরও জানান, “গত বছরের অক্টোবর মাসে এই ঘটনাটি ঘটেছিল। সেই সময়ে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ আমাদের বিষয়টি জানায়। প্রথমে তারা নিজস্ব উদ্যোগে তদন্ত করে। তবে, একাধিকবার চেষ্টা করেও টাকা ফেরত না পাওয়ায় আমাদের কাছে অভিযোগ করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।” উল্লেখ্য যে, ব্যাঙ্ক জানিয়েছে, ওই গ্রাহকের একটি সেভিংস এবং একটি কারেন্ট অ্যাকাউন্ট ছিল। তবে, এই বিপুল পরিমান টাকা এভাবে ট্রান্সফার হওয়ার ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষও।