এবার সপ্তাহে মাত্র ৫ দিনই খোলা থাকবে ব্যাঙ্ক! নেওয়া হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত

বাংলাহান্ট ডেস্ক : রবিবার ছাড়াও মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক পূর্ণদিবস বন্ধ থাকে। তবে, এবার সারাদেশে বাকি দুই শনিবারও বন্ধ থাকতে পারে ব্যাংক। অর্থাৎ সপ্তাহে পাঁচ দিন ব্যাংকের পরিষেবা পাবেন গ্রাহকরা। শনি ও রবিবার সম্পূর্ণ ছুটি। জানা গিয়েছে, ব্যাংক কর্তৃপক্ষের সংগঠন এআইবিএ এই প্রস্তাবটি নীতিগতভাবে মেনে নিয়েছে।

ইতিমধ্যেই জোর কদমে এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি এটাও ভেবে দেখা হচ্ছে নতুন নিয়ম কার্যকর হলে সাধারণ মানুষের ব্যাংকের কাজ সারার সময় অনেকটাই কমবে। আইবিএর প্রস্তাব, মাসে যে অতিরিক্ত দুদিন ব্যাংক বন্ধ থাকবে সেই দুদিনে যত ঘন্টা কাজ কম হবে সেগুলিকে অন্যদিনে পুষিয়ে দিতে হবে ব্যাংক কর্মীদের।

পাশাপাশি এটাও দেখতে হবে বর্তমানে গ্রাহকরা ব্যাংক থেকে যত ঘণ্টা পরিষেবা পান পরবর্তীকালে নতুন নীতির অধীনে সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং সময়ের মধ্যে যেন তা কমে না যায়। তবে এই বিষয়টি নিয়ে এখন কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে বলেই জানা গেছে। সূত্রের খবর, বিষয়টি নিয়ে শীঘ্রই আইবিএ এবং কর্মী অফিসারদের ইউনিয়ন গুলি সিদ্ধান্ত গ্রহন করবে। সরকারি ও বেসরকারি ব্যাংক ছাড়াও প্রস্তাবিত নতুন নিয়ম কার্যকর হবে বৈদেশিক ব্যাংকগুলি ক্ষেত্রেও।

ব্যাংক কর্মী সংগঠন এআইবিআইএর সভাপতি রাজেন নাগর জানিয়েছেন, “সাধারণত প্রতিদিন ৭ ঘন্টা করে প্রত্যেক কর্মীকে দপ্তরে হাজির থাকতে হয়। মাঝে ৩০ মিনিটের বিরতি থাকায় সাড়ে ছয় ঘন্টা নিট কাজ হয়। গ্রাহকরা তার মধ্যে পরিষেবা পেয়ে থাকেন ৬ ঘন্টা ১৫ মিনিট। মাসে দুদিন ব্যাংক বন্ধ থাকলে ১৩ ঘণ্টা কম কাজ হবে। তবে সেই ঘাটতি কর্মী অফিসারদের অন্যান্য দিনে পুষিয়ে দিতে হবে।”

Bank

ব্যাংক অফিসারদের ইউনিয়ন আইবকের রাজ্য সভাপতি শুভজ্যোতি চট্টোপাধ্যায়ও একই কথা জানিয়েছেন। তিনি বলেন, “নিশ্চিত করতে হবে গ্রাহকরা যেন পরিষেবা থেকে বঞ্চিত না হন। আমরা প্রস্তাব করছি ব্যাংকের কাজ ১৫ মিনিট আগে থেকে শুরু হোক। অতিরিক্ত ১৫ মিনিট কাজ হোক শেষেও।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর