বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান যুগে টি-টোয়েন্টি ক্রিকেট বেশ জনপ্রিয়তা লাভ করেছে তার একমাত্র কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে দেখা যায় বিধ্বংসী ব্যাটিং। যে কোন ব্যাটসম্যান এই ফর্মেটে একেবারে বিধ্বংসী ভূমিকায় মাঠে নামেন আর সেটা যদি হয় আইপিএলের মঞ্চ তাহলে তো কোন কথাই নেই। আইপিএল টি-টোয়েন্টি ফরম্যাটে হলেও এই টুর্নামেন্টে বেশ কয়েক জন ব্যাটসম্যান সেঞ্চুরি হাঁকিয়েছেন। আসুন দেখে নেওয়া যাক প্রত্যেকটি দলের হয়ে প্রথম কোন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিলেন।
কলকাতা নাইট রাইডার্স: কলকাতা নাইট রাইডার্স এর হয়ে প্রথম সেঞ্চুরি করেন নিউজিল্যান্ডের বিখ্যাত ব্যাটসম্যান ব্র্যান্ডন ম্যাকালাম। আইপিএল শুরুর প্রথম বছরেই অর্থাৎ 2008 সালে প্রথম মরশুমে আইপিএলের প্রথম ম্যাচেই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন ম্যাকালাম। সেই ম্যাচে 73 বলে 158 রানের বিধ্বংসী ইনিংস এসেছিল ম্যাকালামের ব্যাট থেকে।
চেন্নাই সুপার কিংস: 2008 সালে কিংস ইলেভেন পাঞ্জাব এর বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম সেঞ্চুরি করেছিলেন মাইকেল হাসি।
মুম্বাই ইন্ডিয়ান্স: মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম সেঞ্চুরি করেছেন শ্রীলংকার কিংবদন্তি অলরাউন্ডার সনথ জয়সূর্য।
কিংস ইলেভেন পাঞ্জাব: পাঞ্জাবের হয়ে প্রথম সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান শন মার্স।
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: বেঙ্গালুরুর হয়ে প্রথম সেঞ্চুরি করেন ভারতীয় তরুণ ক্রিকেটার মনিশ পান্ডে।
রাজস্থান রয়েলস: 2010 সালে রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম সেঞ্চুরি করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান।
সানরাইজ হায়দ্রাবাদ: 2017 সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম সেঞ্চুরি করেন অজি তারকা ডেভিড ওয়ার্নার।
দিল্লি ক্যাপিটালস: 2009 সালের চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স।