শচীনের বিশেষ ইনিংসের কথা স্বরন করিয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাল বিসিসিআই এবং আইসিসি।

আজ সাতচল্লিশ বছর বয়সে পা দিলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার। এই মুহূর্তে করোনায় আক্রান্ত গোটা বিশ্ব। বিশ্বের এমন কঠিন পরিস্থিতিতে শচীন টেন্ডুলকার আগেই জানিয়ে দিয়েছিলেন যে এই বছর তিনি জন্মদিনে কোনো প্রকার উৎসব পালন করবেন না। তবে জন্মদিনে বিভিন্ন স্যোসাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসলেন মাস্টার ব্লাস্টার।

সচিন টেন্ডুলকার কে তার সেঞ্চুরি দিয়েই জন্মদিনের শুভেচ্ছা জানাল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেখানে লেখা ছিল, ‘আজ মাস্টার ব্লাস্টার পা দিলেন 47 বছরে, ইংল্যান্ডের বিরুদ্ধে 2008 সালে শচীন টেন্ডুলকারের সেই সেঞ্চুরি অন্যতম সেরা ইনিংস। সচিন সেই দিন কেরিয়ারের 41 তম টেস্ট সেঞ্চুরি করে সেটা উৎসর্গ করেছিলেন 26/11 মুম্বাই সন্ত্রাসবাদ হামলায় নিহতদের উদ্দেশ্যে।

IMG 20200424 175142

বিসিসিআই সেই সুন্দর মুহূর্তের কথা স্বরন করিয়েই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কিংবদন্তি সচিন টেন্ডুলকার কে। এছাড়া টুইট করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার কে তার 47 তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আইসিসি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর