বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘদিন লকডাউন থাকার পর ধীরে ধীরে সমস্ত দেশ থেকে উঠে যাচ্ছে লকডাউন। লকডাউন উঠে যাওয়ার ফলে বিশ্বের বিভিন্ন বড় বড় ফুটবল টুর্নামেন্ট গুলি ইতিমধ্যে শুরু হওয়ার মুখে। কিন্তু ফুটবল টুর্নামেন্ট শুরু হলেও ক্রিকেট প্রেমীদের জন্য এখনো পর্যন্ত কোনো খুশির খবর নেই। ক্রিকেট কবে থেকে শুরু হবে সেই ব্যাপারে কোনো প্রকার আশা দিতে পারছে না আইসিসি। ইতিমধ্যেই এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেটের মেগা ইভেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু আদৌও কি এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে? নাকি স্থগিত করে দেওয়া হবে? এখনও পর্যন্ত সেই ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্তে আসতে পারেনি আইসিসি। আর এতেই বিরক্ত হয়েছেন অগণিত ক্রিকেট ভক্ত। এমনকি বিরক্তি প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও।
ইতিমধ্যেই বিসিসিআই এর তরফে আইসিসিকে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া এই করোনা পরিস্থিতির মধ্যে বিশ্বকাপ আয়োজন করার কোন প্রকার ঝুঁকি নিতে চাইছে না। এমনকি অস্ট্রেলিয়া সরকারও এই মুহূর্তে বিশ্বকাপ আয়োজনের এত বড় মেগা ইভেন্ট আয়োজনের মতো ঝুঁকি নিতে চাইছে না।
অপরদিকে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আইসিসির সিদ্ধান্ত নেওয়ার ঢিলেমিতে বিরক্ত প্রকাশ করেছে বিসিসিআই। বিসিসিআই এর এক কর্তা জানিয়েছেন এতদিনে আইসিসির বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছানো উচিত ছিল। কিন্তু আইসিসি যেহেতু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ফলে অসুবিধা হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। কারন করোনা পরিস্থিতির জন্য যদি এই বছর টিটোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যায় তাহলে সেই সময়টাই আইপিএল আয়োজন করতে পারবে বিসিসিআই। কিন্তু যেহেতু আইসিসি এখনো পর্যন্ত বিশ্বকাপ নিয়ে কোন সিদ্ধান্ত জানায়নি তাই বিসিসিআইও তাদের পরবর্তী পরিকল্পনা ঠিক করতে পারছে না।