গত দশ মাস ধরে ভারতীয় ক্রিকেটারদের বেতন দেয়নি বিসিসিআই, বকেয়া প্রায় 99 কোটি টাকা।

বাংলাহান্ট ডেস্কঃ এই মুহূর্তে বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অথবা বিসিসিআই। সবথেকে ধনী ক্রিকেট বোর্ড হয়েও তারকা ক্রিকেটারদের বেতন এখনো পর্যন্ত পরিশোধ করেনি তারা। গত দশ মাস ধরে ভারতের তারকা ক্রিকেটারদের বেতন পরিশোধ নি বিসিসিআই। গত বছর অক্টোবর মাসের পর ত্রৈমাসিক বেতন বা ম্যাচ ফি পান নি বোর্ডের সেন্ট্রাল কনন্ট্রাক্টে থাকা 27 জন ক্রিকেটার।

যে সমস্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে সেন্ট্রাল কনন্ট্রাক্টে থাকেন তাদের পুরো বেতনটি বছরের চার কিস্তিতে মিটিয়ে দেয় বিসিসিআই। বোর্ডের সাথে চুক্তিতে থাকা ক্রিকেটাররা গত বছর অক্টোবর মাসে শেষ বার সেই টাকা পেয়েছেন। তারপর থেকে অবশ্য চলতি বছরে আর কোনো ম্যাচ হয়নি। করোনার কারণে বেশিরভাগ সিরিজ বাতিল হয়ে গিয়েছে। বিসিসিআই কর্তারা সকলেই ওয়ার্ক ফ্রম হোম করছেন।

126575678a4c62faf3937730fc7efbca5f6981447a9f35125d7541a9660d86fadd0836aaf

2019 সালের ডিসেম্বর মাসের পর থেকে ভারতীয় দল দুটি টেস্ট, নয়টি ওয়ানডে এবং আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। কিন্তু সেই সব ম্যাচের পারিশ্রমিক এখনো পর্যন্ত পাননি ক্রিকেটাররা। 27 জন ক্রিকেটারের মোট 99 কোটি টাকা এখনো পর্যন্ত বকেয়া রয়েছে বলে জানা গিয়েছে। অথচ এপ্রিল মাসেই বিসিসিআই একটি ম্যাচ সম্প্রচার সংস্থার সঙ্গে 6138 কোটি টাকার আর্থিক চুক্তি করেছে। অর্থাৎ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কোন প্রকার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে না। কিন্তু তার সত্ত্বেও বিসিসিআই কেন ক্রিকেটারদের বকেয়া পরিশোধ করেননি এই প্রশ্নই ঘোরাফেরা করছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর