বেতন হ্রাস, কর্মী ছাঁটাইয়ের হাঁটতে চলেছে বিসিসিআই

বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে যখন প্রবল মহামারী চলছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মহামারী মোকাবেলা করে অবশেষে আইপিএল আয়োজন করতে চলেছে বিসিসিআই। সত্যি বিসিসিআই বলেই সম্ভব! অন্য কোন ক্রিকেট বোর্ড হলে হয়তো এমন পরিস্থিতিতে ক্রিকেট খেলার কথা স্বপ্নেও ভাবতো না, বিশেষ করে এত বড় একটি মেগা টুর্নামেন্টের আয়োজন কখনো সম্ভব হত না। কিন্তু বিসিসিআই প্রমাণ করে দেখিয়েছে তারা সমস্ত কিছুর উর্ধ্বে।

বিসিসিআই প্রমাণ করে দেখিয়েছে সারা বিশ্বের পরিস্থিতি যত খারাপই হোক না কেন ক্রিকেট হবেই। কোন পরিস্থিতিই বিসিসিআইকে ক্রিকেট আয়োজন করা থেকে আটকাতে পারবেনা। আর তাই এবার দেশের মাটিতে সম্ভব না হলেও বিদেশের মাটিতেও আইপিএল করে দেখালো বিসিসিআই। বিসিসিআই এর তরফে জানানো হয়েছিল এবার যদি আইপিএল অনুষ্ঠিত না হয় তাহলে প্রায় পাঁচ হাজার কোটি টাকার মতো আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বিসিসিআইকে। আর তাই অবশেষে আইপিএল আয়োজন করতে পেরে বোর্ড কর্তাদের মুখে চওড়া হাসি।

90309388f2a7c3eada631d8da5826422ae9ad45ebc52a1be412f831c9b6232d3e685e06d

বিসিসিআই কর্তারা খুশি হলেও চিন্তার ভাঁজ দেখা দিয়েছে বিসিসিআইয়ে কর্মরত কর্মীদের কপালে। কারণ দীর্ঘদিন লকডাউন থাকার ফলে এবার কর্মী ছাঁটাইয়ের পথে কিংবা কর্মীদের বেতন হ্রাসের পথে হাঁটতে চলেছে বিসিসিআই। লকডাউনের মধ্যে দীর্ঘদিন ক্রিকেট বন্ধ থাকায় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের মত ক্রিকেট বোর্ড তাদের কর্মী ছাঁটাই এবং কর্মীদের বেতন হ্রাস করে দিয়েছেন। তবে এতদিন পর্যন্ত সেই পথে হাঁটেনি বিসিসিআই। তবে এবার শোনা যাচ্ছে আইপিএল থেকে বিসিসিআইয়ের উপার্জন অনেকটাই কমে যাওয়ার কারণে এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।


Udayan Biswas

সম্পর্কিত খবর