বাংলাহান্ট ডেস্ক: ব্লকবাস্টার ঘোষণা হওয়ার পরেও ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) নিয়ে বিতর্ক অব্যাহত। ছবি মুক্তির পরেই আইনি ঝামেলা পৌঁছে গিয়েছে আদালতের কক্ষ পর্যন্ত। পশ্চিমবঙ্গে দ্য কেরালা স্টোরির প্রদর্শনী বন্ধ করার ঘোষণা করে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির উদ্দেশেও কটাক্ষ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পালটা পরিচালক বিবেক অগ্নিহোত্রী ইঙ্গিত দিয়েছিলেন, বাংলার পরিস্থিতি নিয়েও ছবি তৈরি করবেন তিনি।
অবশেষে এসেই গেল ‘দ্য ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল’ (The Diary of West Bengal)। না, বিবেক অগ্নিহোত্রী নন, এই ছবি তৈরি করছেন সনোজ মিশ্রা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির বিষ্ফোরক ট্রেলার যেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রও। নীল সাদা শাড়ি, চোখে চশমা পরে মঞ্চের উপরে দাঁড়িয়ে বক্তৃতা দিতে দেখা যায় এক মহিলাকে। উঠে আসে মমতার নামও।
ট্রেলারে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গের হাল এখন কাশ্মীরের থেকেও খারাপ হয়ে গিয়েছে। গণহত্যা, ধর্ষণ, হিন্দুদের উপরে অত্যাচার, খুন এই রাজ্যে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এমনি দাবি করা হয়েছে ছবির ট্রেলারে।
বিষ্ফোরক ট্রেলারটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই চাঞ্চল্য ছড়ায় বিভিন্ন মহলে। শুরু হয়ে গিয়েছে বিতর্কও। ইতিমধ্যেই রাজ্যের মানহানির অভিযোগ তুলে আমহার্স্ট স্ট্রিট থানায় মামলা দায়ের হয়েছে পরিচালক সনোজ মিশ্রার বিরুদ্ধে। আগামী ৩০ মে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে কলকাতা পুলিশ।
যদিও পরিচালকের দাবি, তিনি বাস্তব ঘটনা এবং তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে ছবিটি তৈরি করেছেন। তাঁকে হেনস্থা করার জন্যই সমন পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি অনুরোধ জানিয়েছেন বিষয়টায় হস্তক্ষেপ করার জন্য।
পরিচালক সনোজ মিশ্রা আরো বলেন, একবার তিনি পশ্চিমবঙ্গে গেলে আর ফিরবেন না। কিন্তু ছবি মুক্তির সমস্ত প্রস্তুতি তাঁর করা হয়ে গিয়েছে। অগাস্টেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে সনোজ মিশ্রার।