এক-দুশো ইউনিট নয়, সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ! এই রাজ্যের জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

বাংলা হান্ট ডেস্ক: চলতি মাসেই জম্মু এবং কাশ্মীর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কারণে ওই সফরের প্রস্তুতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। আর তারপরেই বিরাট ঘোষণা করলেন তিনি। বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছেন যে, আগামী ৪-৫ বছরের মধ্যে জম্মু এবং কাশ্মীরে বিনামূল্যে বিদ্যুৎ বিতরণের চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।

এই প্রসঙ্গে প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এনডিএ সরকার কীভাবে এই কাজ করার পরিকল্পনা করছে সেই সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন যে, “আমরা এই অঞ্চলে গ্রামীণ উন্নয়নে নতুন উদ্ভাবন এবং প্রযুক্তি ব্যবহার করব। এছাড়াও, কৃষি স্টার্টআপেরও প্রচার করব।”

পাশাপাশি, তিনি জানিয়েছেন, “প্রায় ২.৪৫ কোটি টাকার সোলার প্ল্যান্ট স্থাপনের কাজ আগামী ১-২ দিনের মধ্যে শেষ হবে এবং ১৭-১৮ এপ্রিলের মধ্যে ৩৪০ টি পরিবার সৌর শক্তির মাধ্যমে বিদ্যুতের সুবিধা পেতে পারবেন।” এছাড়াও, ক্রমশ মুদ্রাস্ফীতির এই সময়ে জম্মুর বিদ্যুৎ ব্যবস্থা সারা দেশের সামনে মডেল হবে বলেও দাবি করেছেন তিনি।

এদিকে জানা গিয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৪ এপ্রিল জম্মু ও কাশ্মীর সফরে আসবেন। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালের আগস্ট মাসে বিশেষ মর্যাদা প্রত্যাহার করে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হওয়ার পরে এটাই প্রধানমন্ত্রীর প্রথম সফর হতে চলেছে। স্বাভাবিকভাবেই, তাই এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর