‘আরও বড়বড় নাম আসছে তৃণমূলে’ বিজেপির চিন্তা বাড়িয়ে মন্তব্য ফিরহাদ হাকিমের

বাংলাহান্ট ডেস্কঃ সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছেন বাবুল সুপ্রিয়। এবার বিজেপিতে ভাঙনের আরও বড় ইঙ্গিত দিলেন ফিরহাদ হাকিম (firhad hakim)। পুরনো তৃণমূল সদস্য নন, সরাসরি বিজেপি থেকেই সবুজ শিবিরে নাম লেখাতে পারে গেরুয়া শিবিরের এক হেভিওয়েট- এমনটাই জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী।

ফিরহাদ হাকিমের এমন মন্তব্যে শোরগোল পড়ে গেছে বঙ্গ রাজনীতির অন্দরে। যদিও বিজেপির একাংশ এই বিষয়কে হালকাভাবে নিয়ে কথাটা উড়িয়ে দিলেও, কানাঘুষো আলোচনা হতে শুরু করেছে, বিজেপিতে রদবদলের পর তাহলে এবার কোন হেভিওয়েট নেতৃত্ব নাম লেখাতে চলেছেন তৃণমূল শিবিরে?

tmc vs bjp

এবিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) জানিয়েছেন, ‘বিজেপিতে যারা নীতি আদর্শ মেনে চলেন, আমার মনে হয় তাঁরা কেউই তৃণমূলে যাবেন না। আমি সবাইকে বলব- কোনরকম সমস্যা হলে একসঙ্গে বসে আলোচনা করলে, সব সমস্যার সমাধান করা যাবে’।

ঠিক কি বলেছিলেন ফিরহাদ হাকিম?
ভবানীপুর কেন্দ্রের আসন্ন উপনির্বাচনের প্রচারের জন্য বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) হয়ে প্রচারে নেমেছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। সেই প্রচারের সভা থেকেই তিনি বলেন, ‘আগামী দিনে বিজেপির আরও বড় নাম গেরুয়া শিবির ছেড়ে দিয়ে, তৃণমূলে নাম লেখাবে। বিধায়করা তো আসছেনই, আরও অনেকেই আসবেন। আবার শীঘ্রই পদ্ম শিবির থেকে এমন একজন ব্যক্তি ঘাসফুলে এসে যোগ দেবেন, যার কথা বিজেপি ভাবতেই পারছে না। তবে এই বড় নেতা কোনদিন তৃণমূলে ছিলেন না, তিনি সরাসরি বিজেপি থেকেই তৃণমূলে আসবেন’। ফিরহাদ হাকিমের এই মন্তব্যেই জল্পনা শুরু হয়ে বঙ্গ রাজনীতির অন্দরে।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর