এই মুহুর্তের বড় খবর: রাজ্যের সমস্ত হাসপাতালে মোবাইল ব্যবহার নিষেধাজ্ঞা জারি করল মমতা সরকার

বাংলাহান্ট ডেস্কঃ এবার থেকে আর হাতে বা ব্যাগে মোবাইল ফোন (Mobile phone) নিয়ে ঢোকা যাবে না রাজ্যের কোনও করোনা ডেডিকেটেড হাসপাতালে। মঙ্গলবার রাতে নবান্ন (Nabanna) থেকে এই মর্মে এক নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের সব জেলাশাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের এবং করোনা ডেডিকেটেড হাসপাতালের সুপারদের। ওই নির্দেশিকায় বলা হয়েছে, মোবাইল ফোনের মাধ্যমে নভেল করোনা ভাইরাস ছড়াতে পারে।

Stanford University Offering CS472 Data science AI for COVID 19

সেই কারণেই সমস্ত করোনা ডেডিকেটেড হাসপাতালে মোবাইল ফোন নিষিদ্ধ করা হচ্ছে। ওই নির্দেশিকায় এটাও জানানো হয়েছে যে এই নিয়ম ওই হাসপাতালে কর্মরত সব চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে রোগী ও তাঁদের পরিজনদের ক্ষেত্রেও সমান ভাবে প্রযোজ্য।

images 81

নির্দেশিকায় বলা হয়, মোবাইল ফোনের মাধ্যমে কোভিড-১৯ ভাইরাস ছড়াতে পারে। সে কারণেই সমস্ত করোনা হাসপাতালে মোবাইল ফোন নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে, চিকিত্‍সক, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে রোগী– সকলের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। কেউ মোবাইল নিয়ে হাসপাতালের মধ্যে ঢুকতে পারবেন না। ঢোকার আগে মোবাইল জমা রাখতে হবে নির্দিষ্ট জায়গায়। সেখান থেকে একটি রশিদ দেওয়া হবে। হাসপাতাল থেকে বেরনোর সময় ওই রশিদ দেখিয়ে মোবাইলটি ফেরত নিতে হবে।

italy coronavirus doctor 1

মোবাইলের কারণে যোগাযোগে যাতে সমস্যা না হয়, তার জন্য অবিলম্বে সব করোনা হাসপাতালে বেসিক ফোন এবং ইন্টারকমের ব্যবস্থা করা হবে বলে সরকারের তরফে আশ্বস্ত করা হয়েছে। কর্মীদের মধ্যে সমন্বয় বজায় রাখা এবং কাজে যাতে সমস্যা তৈরি না হয়, সে কারণেই এই ব্যবস্থা। প্রয়োজনে রোগীরাও বাইরে থেকে আসা ফোন ধরতে পারেন।

coronavirus west bengal first 0

কেউ মোবাইল নিয়ে হাসপাতালের মধ্যে ঢুকতেও পারবেন না। ঢোকার আগেই মোবাইল জমা রাখতে হবে নির্দিষ্ট জায়গায়। তার বিনিময়ে রশিদ দেওয়া হবে। হাসপাতাল থেকে বেরনোর সময় ওই রশিদ দেখিয়ে মোবাইল ফেরত পাওয়া যাবে।


সম্পর্কিত খবর