বড়ো খবরঃ আমজনতার সুবিধার্থে এলপিজি বন্টন নিয়ে পরিবর্তন হচ্ছে নিয়ম

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সাধারণ মানুষকে চিন্তার ভাড় থেকে স্বস্তি দিতে এলপিজি সিলিন্ডার (LPG cylinder) নিয়ে এল এক নতুন নিয়ম। বাড়তে থাকা মূল্যবৃদ্ধির বাজারে পাল্লা দিয়ে বাড়ছে সিলিন্ডারের দামও। তাই গ্রাকদের সুবিধার্থে এলপিজি আনতে চলেছে এক নতুন নিয়ম।

প্রধানমন্ত্রীর উজ্জ্বলা প্রকল্প
লকডাউনের মধ্যে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা প্রকল্পের আয়ত্তায় ১ লা এপ্রিল থেকে ৩০ শে জুন অবধি নাগরিকদের বিনামূল্যে তিনটি সিলিন্ডার দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। এর জন্য আগে থাকতেই গ্রাহকদের অ্যাকাউন্টে সিলিন্ডার নেওয়ার টাকা সরকারি তরফ থেকে পাঠিয়ে দেওয়া হত। কিন্তু তৃতীয় সিলিন্ডারের ক্ষেত্রে আগে ক্রেতা নিজ অর্থে সিলিন্ডার কিনবেন, তারপর সরকার তাঁকে অর্থ পাঠাবে। প্রায় দেড় লাখ মানুষ এই প্রকল্পের আয়ত্তায় আছেন।

সিলিন্ডারের দাম বৃদ্ধি
জুলাইয়ের শুরুতেই ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। দিল্লীতে ভর্তুকিবিহীন  ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৫৯৪ টাকা। এছাড়া বিভিন্ন জায়গার পাশাপাশি দাম বেড়েছে কলকাতাতেও।

কি এই নতুন নিয়ম?
সূত্র মারফত জানা যায়, পেট্রোলিয়াম মন্ত্রক গ্রামীণ ও ছোট শহরগুলির কথা মাথায় রেখে দ্রুতই এক নতুন পরিষেবা প্রদানের লক্ষ্যে রয়েছে। সেইমত পর্যালোচনাও চলছে। উপকৃত হবে উজ্জ্বলা প্রকল্পের আট কোটিরও বেশি গ্রাহক। এবার থেকে নিজেদের প্রয়োজন মত সিলিন্ডার কিনতে পারেবন গ্রাহকরা।

প্রয়োজন না পড়লে ১৪ কেজি সিলিন্ডার নাও নিতে পারেন গ্রাহক। সেই সঙ্গে সম্পূর্ণ অর্থ নাও দিতে হতে পারে। এমনই এক নতুন নির্দেশিকা জারী করল এলপিজি সংস্থা। মোবাইল এলপিজি ভ্যানের মাধ্যমেই এই পরিষেবা দেওয়া হবে। এমনকি এলপিজি নেওয়ার পরিমাণের উপর ভিত্তি করেই ভর্তুকি দেওয়া হবে। সর্বনিম্ন ৮০ টাকা থেকে ১০০ টাকার মধ্যেই সিলিন্ডার কিনতে পারবে গ্রাহকরা। তবে সেক্ষেত্রে ভর্তুকির পরিমাণও কমবে।

X