মোদী সরকারের বড় সাফল্য, ভারতের সামনে ঝুঁকল ফেসবুক টুইটার

বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বের কোন স্যোশাল মিডিয়া সংস্থার সার্ভারই ভারতে (india) নেই। এতদিন ধরে গুগল, ফেসবুক, টুইটার এবং আমাজন সংস্থা ব্যবহারকারী ভারতীয় নাগরিকদের সমস্ত নথিপত্র দেশে রাখা সম্ভব ছিল না। এবার কেন্দ্র সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra mdoi) উদ্যোগেই এইসকল বড় সংস্থা ব্যবহারকারী সকল ভারতীয়র নথিপত্র ভারতে সংরক্ষিত রাখার ব্যবস্থা করা হচ্ছে।

ডেটা সংরক্ষিত হবে ভারতেই
গুগল, ফেসবুক, টুইটার এবং আমাজন সংস্থার নিজস্ব ডেটা সেন্টার এবার তৈরি হতে চলেছে ভারতেই। সেইসমত উত্তরপ্রদেশে প্রথম ডেটা সেন্টারের কাজ শুরু হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (yogi adityanath) সম্প্রতি নয়ডায় ৬০০ কোটি টাকার একটি বিনিয়োগ কেন্দ্রের ভিত্তি স্থাপন করলেন। এরফলে তিনি বিদেশে ডেটা সংরক্ষণের পথ বন্ধ করে, এবার থেকে ভারতেই তা সংরক্ষিত রাখার ব্যবস্থা করলেন। অন্যদিকে মুম্বাইয়ের হিরানন্দনী গ্রুপ ২০ একর জমির উপর এই ডেটা সেন্টার তৈরি করতে চলেছে।

Faceboo Twitter and Google

কর্মসংস্থান পাবেন হাজার হাজার মানুষ
উত্তরপ্রদেশে এই প্রকল্প চালু হলে প্রায় ২ হাজার যুবকের কর্ম সংস্থান হবে এবং সেইসঙ্গে প্রায় ২০ হাজারেরও বেশি মানুষ পরোক্ষভাবে কাজের সুযোগ পাবেন। যোগী সরকার ইতিমধ্যেই এই প্রকল্প বাস্তবায়িত করতে কাজে লেগে পড়েছেন। ভারতের প্রায় কোটি কোটি মানুষ বর্তমানে স্যোশাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকেন। তাদের সকলের ডেটা সুরক্ষিত রাখাও একটা বড় দায়িত্বের কাজ।

প্রসঙ্গত, ভারতে প্রথমে পর্যাপ্ত ডেটা সুরক্ষিত রাখার জন্য স্থান না থাকায়, ইউজারদের ব্যক্তিগত ডেটা বিদেশে সরক্ষিত রাখা হত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অভিনব উদ্যোগের ফলে, এবার থেকে দেশেই ডেটা সেন্ট্রার পার্ক তৈরি করে সংরক্ষিত হবে দেশাবসীর ব্যক্তিগত ডেটা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর