আম্বানির দুর্ধর্ষ চমক! Jio Coin-এই লুকিয়ে “বড় রহস্য”, কীভাবে হবেন লাভবান?

বাংলা হান্ট ডেস্ক: ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলো ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও। সম্প্রতি প্রকাশ্যে এসেছে Jio Coin। এমতাবস্থায়, রিলায়েন্স জিও-র এই কয়েন দীর্ঘদিন ধরেই মানুষের মধ্যে “হট টপিক” হয়ে রয়েছে। শুধু তাই নয়, সবাই Jio Coin সম্পর্কে আগ্রহ প্রকাশ করছেন এবং এই কয়েনের দাম সম্পর্কে জানার চেষ্টা করছেন। এছাড়াও, কিভাবে বিনামূল্যে এই কয়েন উপার্জন করা যায় সেই সম্পর্কেও কৌতূহল রয়েছে সবার। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

Jio Coin-এর বড় চমক:

Jio Coin-এর দাম: টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, বর্তমানে কোম্পানি Jio Coin-এর দাম সম্পর্কে কোনও অফিসিয়াল তথ্য প্রকাশ করেনি। তবে ব্যবসায়িক বিশ্লেষকরা অনুমান করেছেন যে একটি টোকেনের দাম ০.৫০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩.৩০ টাকা থেকে শুরু হতে পারে। এদিকে, রিলায়েন্স জিও-র বৃহত্তর ইকোসিস্টেম যেমন রিলায়েন্স পেট্রোল স্টেশন এবং JioMart-এর মতো জনপ্রিয় পরিষেবাগুলির মধ্যে Jio Coin নিজেকে কতটা ভাবে ইন্টিগ্রেট করতে পারে সেটাই এখন দেখার বিষয়।

The big surprise of Jio Coin is here.

Jio Coin কী: সবার আগে, আমাদের বুঝতে হবে Jio Coin বিষয়টি ঠিক কী? জানিয়ে রাখি যে, Jio Coin একটি ডিজিটাল মুদ্রা। বর্তমানে এটিকে ক্রিপ্টোকারেন্সি বলা ঠিক নয়। ইথেরিয়াম বা বিটকয়েনের মতো ব্লকচেইন চালিত ক্রিপ্টোকারেন্সির পরিবর্তে, রিলায়েন্স জিওর এই মুদ্রাটি একটি রিওয়ার্ড টোকেন কিংবা ডিজিটাল লয়ালটি পয়েন্ট হিসেবে বিবেচিত করা যেতে পারে।

আরও পড়ুন: মিলে যাচ্ছে সব হিসেব! চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় নিশ্চিত ভারতের? বড়সড় স্বস্তিতে রোহিত বাহিনী

ET-র রিপোর্ট অনুসারে, পলিগন ব্লকচেইনে তৈরি এই কয়েনটি Jio পরিষেবা প্রদানকারী অ্যাপগুলিতে ব্যবহার করা যেতে পারে এবং Jio অ্যাপগুলিতে কেনাকাটা করে কয়েন উপার্জন করা যেতে পারে। Jio Coin-গুলি একটি গেম-চেঞ্জার হিসাবে প্রমাণিত হতে পারে। কারণ আপনি Jio অ্যাপগুলিতে ডিসকাউন্টের জন্য এই কয়েনগুলি ব্যবহার করতে সক্ষম হবেন।

আরও পড়ুন: ISL-এর প্লে-অফে এখনও যেতে পারে ইস্টবেঙ্গল! সমীকরণ কঠিন হলেও রয়েছে আশা

কীভাবে Jio Coin আয় করবেন: Jio Coin পাওয়ার ক্ষেত্রে, আপনাকে আপনার ফোনে JioSphere অ্যাপ ইনস্টল করতে হবে। এই অ্যাপটি Android এবং Apple ব্যবহারকারীদের জন্য উপলব্ধ রয়েছে। অ্যাপটি ইনস্টল করার পরে, অ্যাপটিতে একটি অ্যাকাউন্ট তৈরি করে অ্যাপটি ব্যবহার করা শুরু করুন। এই অ্যাপটি ব্যবহার করতে থাকলে ধীরে ধীরে পুরস্কার হিসেবে কয়েন পেতে শুরু করবেন যা অ্যাপে দেওয়া পলিগন ওয়ালেটে যুক্ত হতে থাকবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর