অর্জুন গড়ে অস্বস্তি! তৃণমূলের হয়ে প্রচার করছেন খোদ বিজেপি প্রার্থী! চাপে গেরুয়া শিবির

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি ফলাফল প্রকাশ হয়েছে পশ্চিমবঙ্গের চার পুরসভার। প্রতিটি পুরসভাতেই শাসক দল তৃণমূল কংগ্রেস একচ্ছত্র ভাবে আধিপত্য বিস্তার্য করেছে। বিজেপি, সিপিএম ও কংগ্রেস কোনও দলই দুই সংখ্যার মার্জিন ছুঁতে পারেনি। চারে চার হওয়ার পর একদিকে যেমন তৃণমূল নেতা, কর্মীদের আত্মবিশ্বাস তুঙ্গে, তেমনই অন্যদিকে মনোবল ভেঙেছে বিরোধীদের।

আর এবার তেমনই চিত্র ধরা পড়ল বিজেপির দাপুটে সাংসদ অর্জুন সিংয়ের এলাকায়। অর্জুন গড় বলে পরিচিত ভাটপাড়ায় খোদ বিজেপির প্রার্থী তৃণমূলের হয়ে ভোটের প্রচার করছেন। পাশাপাশি তিনি এও জানিয়ে দিয়েছেন যে, আসন্ন পুরভোটে তিনি লড়ছেন না। বিজেপির প্রার্থী রবীন্দ্র সিংয়ের এহেন কাণ্ডে অস্বস্তিতে গেরুয়া শিবির।

অর্জুন সিংয়ের গড় ভাটপাড়ার ২ নম্বর ওয়ার্ডে প্রার্থী বিজেপি প্রার্থী করেছিল রবীন্দ্র সিংকে। ওনার প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের দাপুটে নেতা তথা বিদায়ী পুরপ্রশাসক গোপাল রাউত। কিন্তু মঙ্গলবার রবীন্দ্রবাবু নিজের হয়ে ভোট চাওয়ার বদলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোপাল রাউতের হয়ে ভোট চাওয়ার জন্য ময়দানে নামেন। তবে, মনোনয়ন প্রত্যাহারের দিন পেরিয়ে যাওয়ায় তিনি তা প্রত্যাহার করতে পারেন নি। তবে রবীন্দ্রবাবু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এই লড়াইয়ে তিনি নেই।

BJP 4

বিজেপির প্রার্থী রবীন্দ্র সিং বলেন, আমি এলাকায় মানুষের হয়ে কাজ করার চিন্তাভাবনা নিয়েছিলাম। কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী ইতিমধ্যে মানুষের হয়ে কাজ করেছেন। আমার ওয়ার্ডের মানুষেরা বলছে, আমরা দুজন মিলে একসঙ্গে কাজ করলে আরও উন্নয়ন হওয়া সম্ভব। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে, গোপালবাবুর বিরুদ্ধে দাঁড়ানোর থেকে ওনার সঙ্গে কাজ করা ভালো। আর এই কারণেই আমি ওনার হয়ে বাড়িবাড়ি লিফলেট বিলি করছি। পাশাপাশি ওনাকে তৃণমূল থেকে কোনও ভয় বা জোর করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।


Koushik Dutta

সম্পর্কিত খবর