বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশে (Madhya Pradesh) রাজনৈতিক উথালপাতালের মধ্যে বিজেপির (BJP) প্রতিনিধি মণ্ডল শনিবার রাজ্যপাল লালজি টন্ডনের (Lalji Tandon) সাথে সাক্ষাৎ করে। বিজেপির সদস্যরা রাজ্যে ১৬ই মার্চের আগে বিধানসভার অধিবেশন ডাকা আর শক্তি পরীক্ষণের দাবি নিয়ে শ্বেতপত্র দেয়।
Madhya Pradesh: The BJP delegation gave a letter to Governor Lalji Tandon today, requesting him to hold an Assembly Session before 16th March and conduct floor test. They have also requested the Governor for videography of the floor test. https://t.co/8eovaMF1Yy pic.twitter.com/PC46eDcrwN
— ANI (@ANI) March 14, 2020
মধ্যপ্রদেশে প্রাক্তন সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়ে বিজেপির হাত ধরার পরেই রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে যায়। সিন্ধিয়ার ২২ জন কংগ্রেস বিধায়ক কংগ্রেসের বিরুদ্ধে চলে যায়। আর এই কারণে কমলনাথ সরকারের উপর সঙ্কটের পরিস্থিতি সৃষ্টি হয়।
হর্স ট্রেডিং এর আশঙ্কার কারণে কংগ্রেস নিজেদের বিধায়কদের জয়পুরে পাঠিয়ে দিয়েছে। বিধানসভার স্পীকার এনসি প্রজাপতি ২২ বিক্ষুব্ধ বিধায়ককে ১৫ই মার্চের মধ্যে পেশ হওয়ার জন্য দ্বিতীয়বার নোটিশ জারি করেছেন। আপনাদের জানিয়ে দিই, এর আগে বিধানসভার স্পীকার বিক্ষুব্ধ বিধায়কদের আলাদা আলাদা করে ডেকেছিলেন।
নিজের সরকারের উপর সঙ্কটের পরেও মুখ্যমন্ত্রী কমলনাথ দাবি করেছেন যে, ওনার কাছে পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা আছে। আর এর সাথে সাথে বিজেপির উপর নিজেদের বিধায়কদের কেনা-বেচার অভিযোগ তুলেছেন তিনি। উনি বলেছেন, আগামী বিধানসভার অধিবেশনে তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রস্তুত। যদিও বিজেপি ১৬ই মার্চ থেকে ফ্লোর টেস্টের দাবি তুলেছে।