‘ফিরে আসুন, সিনেমা করুন, আমরাও দেখব’, সায়নীকে বিদ্রুপাত্মক পরামর্শ বিজেপির

বাংলাহান্ট ডেস্কঃ ত্রিপুরায় (tripura) জোর করে গাড়ি চালিয়ে মানুষ হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছিল তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষের (Saayoni Ghosh) বিরুদ্ধে। সেই সঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে কুরুচিকর মন্তব‍্য করার অভিযোগে রবিবার সন্ধ্যায় সায়নী ঘোষকে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ। নির্বাচনের পূর্বে উত্তেজিত ত্রিপুরায় উত্তেজনার পারদ আরও চড়তে শুরু করে।

বাংলা থেকে ছুটে যান তৃণমূলের বিশিষ্ট নেতৃত্বরা। এমনকি শত বাধা পেরিয়ে সায়নীকে মুক্ত করতে কলকাতা থেকে আইনজীবীদের নিয়ে আগরতলা ছুটে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সোমবার সন্ধ্যায় সায়নীকে আদালতে পেশ করে ২ দিনের হেফাজত চাইলেও, ত্রিপুরা পুলিশের আবেদন খারিজ করে আদালত। উলটে মঞ্জুর করা হয় সায়নীর জামিনের আবেদন।

197937473 513807136439693 577250177427646421 n 1626088369267 1631681697911

সায়নীর জামিন আবেদন মঞ্জুর করায় বিরোধিতা নয়, আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানায় রাজ‍্য বিজেপি। তারা বলে, ‘আদালতের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। কেউ যদি অপরাধ করে, তাহলে তার ঠিকই শাস্তি হবে। আর না করলে হবে না’।

IMG 20210608 191258

এরপরই রাজ‍্য বিজেপির পক্ষ থেকে সায়নীকে বিদ্রুপ করে বলা হয়, ‘এখানে ফিরে আসুন, খাওয়া দাওয়া করুন, ঘুরুন ফিরুন। আর সিনেমা করুন, আমরাও দেখব’।

ত্রিপুরায় নির্বাচনী প্রচারে জন প্রাণ এক করে দিয়েছেন বাংলার তৃণমূল যুবনেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ। অংশ নিচ্ছেন বিভিন্ন সভা, সমবেশে। চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ত্রিপুরাবাসীকে তৃণমূলের ধর্মে দীক্ষিত করার। প্রায় দিনই সেখানে হাজির হচ্ছেন তৃণমূলের বিশিষ্ট নেতৃত্বরা। টার্গেট ত্রিপুরার গেরুয়া মাটি সবুজে পরিণত করা। চলেছে সেই কাজ।

Smita Hari

সম্পর্কিত খবর