বাংলাহান্ট ডেস্কঃ বুধবার বিজেপির (bjp) পক্ষ থেকে শিলিগুড়ি (siliguri) পুরনিগমের প্রার্থী তালিকা ঘোষণা করা হল। তালিকায় দেখা গেল নাম রয়েছে বিধায়ক শংকর ঘোষের। বুধবার সন্ধ্যেয় সাংবাদিক সম্মেলনে এই প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। ঘোষণা করে শিলিগুড়ি পুরনিগমের ৪৭ টি ওয়ার্ডের প্রার্থী তালিকা।
সেই তালিকা থেকে জানা গিয়েছে, ২৪ নম্বর ওয়ার্ড থেকে লড়াই করবেন বিধায়ক শংকর ঘোষ। আবার, শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে টিকিট না পাওয়ায় নির্দল প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন নান্টু পাল। পরবর্তীতে কৈলাস বিজয়বর্গীয়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন এবং বর্তমানে ১২ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির হয়ে লড়বেন তিনি।
আরও জানা গিয়েছে, প্রাক্তন কাউন্সিলর মঞ্জুশ্রী পালও তৃণমূলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার পর, এবার শিলিগুড়ির ১১ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির হয়ে লড়বেন। তবে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করলেও, তৃণমূল এখনও এই বিষয়ে পিছিয়ে রয়েছে। আবার বামেরা আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে।
সম্প্রতি, রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) পক্ষ থেকে রাজ্যের চার পুরনিগমে (Corporations) ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, ৪ পুরনিগমে ভোট হবে আগামী ২২ শে জানুয়ারি এবং ফলাফল প্রকাশিত হবে ২৫ শে জানুয়ারি। হাওড়া কর্পোরেশন নিয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও, জানা গিয়েছে নির্বাচন হবে বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর এবং আসানসোল কর্পোরশনে।
সূত্রের খবর, নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার তারিখ শুরু হচ্ছে ২৮ শে ডিসেম্বর থেকে এবং শেষ তারিখ ৩ রা জানুয়ারি। মনোনয়ন স্ক্রুটিনির দিন নির্ধারণ করা হয়েছে ৪ ঠা জানুয়ারি এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২২ শে জানুয়ারি। আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক করা হবে ৪ ঠা জানুয়ারি।
সঙ্গে কমিশন আরও জানিয়েছে, রাজ্যের সঙ্গে আলোচনা করে তবেই এই ভোটের দিন নির্ধারণ করা হয়েছে। সিসি ক্যামেরা লাগানো থাকবে সমস্ত বুথেই। ৪ ঠা জানুয়ারি আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক করার পর কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।