বিনামূল্যে ভ্যাকসিনের ঘোষণা করে বিহার নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি, অভিযোগ সিপিএমের

বাংলাহান্ট ডেস্কঃ বিজেপির দিকে আঙ্গুল তুললেন সিপিএম (Communist Party of India)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (sitaram yechury)। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (nirmala sitharaman) সম্প্রতি ঘোষণা করেছেন, নির্বাচনে জয়লাভ করে, সরকারের প্রথম কাজ হবে বিহারের সকলের জন্য বিনামূল্যে করোনা ভ্যাকসিন পরিষেবা দেওয়া।

কেন্দ্রের দিকে আঙ্গুল তুলেছে সিপিএম
সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি অভিযোগ তুলেছেন, এভাবেই বিজেপি (Bharatiya Janata Party) নির্বাচনের জন্য জনগণকে প্রভাবিত করছে। আসন্ন নির্বাচনে করোনা ভাইরাসকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে বিজেপি। সরকারের কর্তব্য জনগণকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া।

অর্থমন্ত্রীর বক্তব্য
করোনা ভাইরাসের সঠিক ভ্যাকসিন এখনও অবধি শুধুমাত্র রাশিয়া প্রস্তুত করতে সক্ষম হয়েছে। ভারতের বেশ কয়েকটি কোম্পানির ট্রায়াল চলছে চূড়ান্ত পর্যায়ে। এই বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, ‘করোনা টিকা এখনও অবধি হাতে পাওয়া যায়নি। যতদিন না পর্যন্ত করোনা ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, ততদিন এই মাস্ককেই ভ্যাকসিন হিসাবে ধরে নিতে হবে। করোনা ভ্যাকসিন প্রস্তুতের পর ভারতে বড় সংখ্যায় প্রস্তুত করতে হবে। নির্বাচনে জয়লাভ করে, করোনা ভ্যাকসিন পাওয়ার পর প্রথম বিহারবাসীর কাছে পাঠানো হবে। সেখানকার প্রত্যেককে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হবে’।

বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী
কিছুদিন পরই বিহারে নির্বাচন, তারপরই রয়েছে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। নির্বাচনের প্রাক্কালেই বিহারের সম্পূর্ণ বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করা হয়েছে। সেই পদ্ধতিকেই হাতিয়ার করে এগিয়ে গেলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী। তিনিও বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করলেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর