পদ পেতেই হুঙ্কার সুকান্ত মজুমদারের, আগামী লোকসভায় ২৫ আসনে জয়ের চ্যালেঞ্জ তৃণমূলকে

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সোমবার রাতে নতুন দায়িত্ব হাতে পেয়ছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। হয়েছেন বিজেপির নতুন রাজ্য সভাপতি। নতুন পদ পেতেই শুভেচ্ছার বার্তা পাঠিয়েছে বিভিন্ন জনে। মঙ্গলবার সকালে কলকাতায় এলে, তাঁকে ফুল মালা দিয়ে স্বাগত জানান দলীয় সমর্থক-কর্মীরা।

নতুন দায়িত্ব হাতে পেতেই কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের শাসক দল তৃণমূলকে। সুকান্ত মজুমদার বলেন, ‘মানুষের জীবন নিয়ে খেলে তৃণমূল। তবে এই রাজ্য থেকে তৃণমূলকে উৎখাতের জন্য আমাদের লড়াইও শুরু হয়ে গিয়েছে। তালিবানের দিকে এই রাজ্যকে নিয়ে যাচ্ছে তৃণমূল। যে কোন ভাবে আমরা তা বন্ধ করবই’।

Sukanta Majumdar

সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আর তারপরই এই বড় রদবদল করা হল বিজেপিতে। তবে বাবুল সুপ্রিয়র প্রসঙ্গে তিনি বলেন, ‘ বিজেপি আবারও ঘুরে দাঁড়াবে। তবে কেন তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়, তা জানি না। তবে ওটা সম্পূর্ণই ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। দিলীপদা অত্যন্ত অভিজ্ঞ একজন ব্যক্তি, উনি কিন্তু দলের সঙ্গেই আছেন। রাজ্য বিজেপির অন্যতম সফলতম নেতা হলেন দিলীপ দা। দলের দিলীপ ঘোষ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাইডেন্স নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাবো’।

বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখী হতেই হুঙ্কার দিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘সবেমাত্র হাওয়া বইতে শুরু করেছে। সময় আসতে দিন, এই হাওয়া বদলাবে। বাংলায় আগামী লোকসভা নির্বাচনে ২৫ টির বেশি আসনে জিতবে বিজেপি’।

X