ডালখোলায় ঝোপ থেকে উদ্ধার সিপিএম নেতার মৃতদেহ, অভিযোগের তীর তৃণমূলের দিকে

বাংলাহান্ট ডেস্কঃ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে সিপিএম (cpim) নেতাকে খুন! ঝোপের মধ্যে পাওয়া যায় মৃতদেহ! উত্তর দিনাজপুরের ডালখোলার (dalkhola) ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। অভিযোগের তীর তৃণমূলের দিকে হলেও, অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির।

পরিবারের দাবি, ডালখোলা এরিয়া কমিটির গোয়ালতোর শাখা কমিটির সম্পাদক রফিক আলমকে রবিবার রাতে বাড়ি থেকে কোন এক ব্যক্তি তাঁকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে সারারাত তাঁর কোন খোঁজ মেলেনি। পরদিন সোমবার ডালখোলা থানার রানিগঞ্জ এলাকার একটি পেট্রোল পাম্পের পাশের ঝোপের ভেতর থেকে একব্যক্তির মৃতদেহ খুঁজে পাওয়া যায়।

fkbkuhuihn

পুলিশকে খবর দেওয়ায় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা গিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে খুন করায় শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিএমের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পালের অভিযোগ, এই কাজ তৃণমূলের দুষ্কৃতীদের এবং অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে।

নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে করণদিঘির তৃণমূল বিধায়ক মনোদেব সিনহা বলেন, ‘আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে বাম সমর্থকরা। পুলিশের তদন্তেই সব কিছু পরিস্কার হয়ে যায়। এই ঘটনায় আমাদের কোন যোগাযোগ নেই’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর