ইঞ্জিনিয়ার থেকে ইউটিউবার, মুকুটে নয়া পালক ‘বং গাই’এর, ফোর্বস সেরার অ্যাওয়ার্ড সামনে আনলেন কিরণ

বাংলাহান্ট ডেস্ক : সুখবরটা আগেই দিয়েছিলেন। এবার বহু প্রতীক্ষিত সাফল্য হাতে ছুঁয়ে দেখলেন ‘বং গাই’ কিরণ দত্ত (Kiran Dutta)। ইউটিউবে জনপ্রিয়তার চূড়ায় রয়েছেন তিনি। ভারতীয় ইউটিউব কমিউনিটিতে কিরণের জনপ্রিয়তা দেখার মতো। তবে এবার আরো বড় সাফল্য পেলেন কিরণ (Kiran Dutta)। ফোর্বস ইন্ডিয়ার তালিকায় সেরা ১০ জনের একজন তিনি। এবার সেই অ্যাওয়ার্ড উঠে এল বং গাই এর হাতে।

বছরের শুরুতেই উপহার পেলেন কিরণ (Kiran Dutta)

২০২৫ এর শুরুতেই সেরা উপহার পেলেন কিরণ (Kiran Dutta)। ইউটিউবের তরফে উপহার এবং ফোর্বস ইন্ডিয়ার অ্যাওয়ার্ড দুটোই আনবক্সিং করে ভিডিও বানিয়েছেন বং গাই। ভিডিওতে কিরণকে বলতে শোনা যায়, এবার ইউটিউবের থেকে অনেক বড় উপহার পাঠিয়েছে। বড়সড় বক্সটি খুলতেই প্রথমে পাওয়া যায় ইউটিউবের তরফে একটি চিঠি। সেখানে উল্লেখ করা কিরণের সাফল্যের স্বীকৃতি।

The bong guy kiran dutta opened forbes and YouTube gift

কী এল ইউটিউবের তরফে: এছাড়াও পাঠানো হয়েছে একটি প্রিমিয়াম দাবার বোর্ড, যেখানে রয়েছে কিরণের ইউটিউব চ্যানেলের নামও। তবে চমক বাকি ছিল তখনও। এরপরেই কিরণ (Kiran Dutta) প্রকাশ্যে আনেন ‘GOAT’ লেখা একটি বক্স। সেটা খুলতেই বেরিয়ে আসে ফোর্বস ইন্ডিয়ার পাঠানো অ্যাওয়ার্ড। সেখানে লেখা ফোর্বসের সেরা দশে রয়েছেন কিরণ (Kiran Dutta)। ভিডিওর শেষে ইউটিউবারকে বলতে শোনা যায়, এই সবকিছু তাঁর অনুরাগীদের জন্যই সম্ভব হয়েছে।

আরো পড়ুন : রুবেলের বিয়ে নিয়ে চিন্তায় পল্লবী, এখন থেকেই ঠাকুরের নাম জপছেন ‘পর্ণা’! কিন্তু কেন?

ফোর্বসের তরফে স্বীকৃতি: প্রসঙ্গত, ফোর্বসে ভারতের সেরা ১০০ জন ক্রিয়েটরের মধ্যে দশ নম্বরে নিজের স্থান পাকা করতে পেরেছেন কিরণ (Kiran Dutta)। এই সাফল্যের কথা গত বছরই জানিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছিলেন বং গাই। পোস্টে লিখেছিলেন, তাঁর এক শিক্ষক বলেছিলেন যে তাঁর দ্বারা কিছু হবে না। বাড়ি ফিরে একটি খাতায় ১০০০ বার লিখেছিলেন, ‘আমি পারব’। আর করেও দেখিয়েছেন।

আরো পড়ুন : ফুলকি-গীতা সবাই ফেল, আঞ্চলিকতায় ভর করেই TRP টপার ‘পারুল’, আপ্লুত ঈশানী

সিভিল ইঞ্জিনিয়ারিং ছেড়ে কনটেন্ট ক্রিয়েশন শুরু করেছিলেন কিরণ দত্ত। মূলত কমেডি, রোস্ট ভিডিও বানান তিনি। আজ বাংলা তো বটেই, সমগ্র দেশের ইউটিউব জগতে এক পরিচিত নাম বং গাই। তরুণ প্রজন্মের আইকন হয়ে উঠেছেন তিনি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর