রচনার ‘মাথা খারাপ’ বলতেই বং গাইকে হুমকি! ‘খালি ভোট মিটতে দে’, চরম বিপাকে কিরণ

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ পর্ব। এই আবহে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে (Rachana Banerjee) নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন কিরণ দত্ত ওরফে দ্য বং গাই (The Bong Guy)।

চব্বিশের লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে রাজনীতির ময়দানে পা রেখেছেন বাংলার ‘দিদি নম্বর ওয়ান’। হুগলি (Hooghly) পুনরুদ্ধারের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। তীব্র রোদ মাথায় নিয়েই হুগলির নানান এলাকায় ঘুরে ঘুরে প্রচার করছেন রচনা।

ভোট প্রচারে বেরিয়ে নানান মজার মন্তব্য করে শিরোনামেও উঠে এসেছেন রচনা। কখনও ‘ধোঁয়াই ধোঁয়া’ বলে মিম হয়েছেন! কখনও আবার ‘সিঙ্গুরের দই’য়ের প্রশংসা করতে গিয়ে চর্চার কেন্দ্রে উঠে এসেছেন তৃণমূল প্রার্থী। এবার তাঁকে নিয়েই ‘বিতর্কিত’ এক পোস্ট করে বসলেন কিরণ (Kiran Dutta)।

আরও পড়ুনঃ ‘টি লাভার’ মমতাকে চায়ের আমন্ত্রণ সুকান্তর! রাখবেন তৃণমূল সুপ্রিমো?

শনিবার নিজের ফেসবুকে একটি পোস্ট করেন দ্য বং গাই। কিরণ লেখেন, ‘এই গরমে পর্যাপ্ত পরিমাণে জল না খেলে একটা মানুষের মাথা কতটা খারাপ হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হল রচনা ব্যানার্জি’। জনপ্রিয় ইউটিউবারের এই মন্তব্য নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি।

জানা যাচ্ছে, তৃণমূল প্রার্থীকে নিয়ে এই মন্তব্য করার পরেই একের পর এক হুমকি আসছে কিরণের কাছে। থানা পুলিশ থেকে শুরু করে তাঁর বিরুদ্ধে মামলা করার ধমকিও দেওয়া হয়েছে বলে খবর। অনেকে তো আবার তাঁকে ব্যক্তিগত আক্রমণও করেছেন।

the bong guy kiran dutta post on rachana banerjee

বং গাইকে কারোর প্রশ্ন, ফ্ল্যাটটা কি বিজেপি দিয়েছে? কেউ আবার বলেছেন, আমি যদি রচনার জায়গায় থাকতাম তাহলে তোর মতো দু’টাকার নকুলদানাকে জেল খাটাতাম। দু’পয়সার একটা ভাড়া করা জোকার। দেবকে নিয়ে খিল্লি করিস, আবার ও যদি টাকা দিয়ে পেইড প্রোমোশন করায়, তাহলে ওর সামনেই ভিজে বেড়ালের মতো ম্যাও ম্যাও করে ল্যাজ নাড়ির। লোক হাসানো ছাড়া তোর মতো দু’পয়সার ভাঁড় সমাজের আর কোন কাজে আসে?

নেটিজেনদের একাংশের রোষের মুখে পড়লেও অনেকে কিরণকে সমর্থনও করেছেন। অনেকেই দ্য বং গাইয়ের পাশে দাঁড়িয়েছেন। অন্যদিকে যারা একহাত নিয়েছেন, তাঁদের প্রত্যেককে বেশ সাবলীলভাবে জবাব দিয়েছেন কিরণ।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর