বাংলা হান্ট ডেস্কঃ আজ এমন একজন ব্যক্তির কথা বলা হচ্ছে যিনি প্রথমে কোনো চাকরি পাচ্ছিলেন না। এই অবস্থায় তিনি না দমে বাগানের কাজ শুরু করেন। এভাবে তিনি পদ্ম গাছের চারার চাষ শুরু করে সেটি বিক্রি করেন এবং ভালো টাকা রোজগার শুরু করেন। কেরালার এলডহোস পি. রাজু একদিন নিজের বারান্দায় পদ্ম গাছের চাষ শুরু করেন এবং পরবর্তীতে অনলাইনে বিক্রিও করেন।
আসলে অনেক চেষ্টা করেও ভালো চাকরি না পেয়ে তিনি তাঁর ছোটবেলার প্রিয় শখ ‘গার্ডেনিং’-কে এগিয়ে নিয়ে যান। তিনি বলেন যে, পদ্ম তার খুব পছন্দের ফুল হওয়ায় তিনি এর চাষ শুরু করেন এবং গাছে ফুল ফোটা শুরু হলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। এরপর পদ্ম গাছের অর্ডার পাওয়া শুরু হয়। এলডহোস পি. রাজু কেবল ইউটিউবে ভিডিও দেখে পদ্ম চাষ করা শেখেন।
তিনি থাইল্যান্ড ও আমেরিকা থেকেও পদ্মের চারা আনেন। বারান্দায় সেই পদ্মের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে লোকেরা তাদের ফেসবুক পেজে ছবিগুলি দেখে যোগাযোগ শুরু করে। রাজু বলেন, “বেশিরভাগ উত্তর-ভারতে বসবাসকারী লোকেরা পদ্মের জন্য যোগাযোগ করে।”
বেশিরভাগ গ্রাহক ছিলো দিল্লি, মুম্বাই, কলকাতা এবং পুনের । এছাড়াও, কেরালা এবং তিরুবনন্তপুরম থেকে অনেকে তাদের বাড়িতে আসে এবং গাছপালা এবং পাত্র কেনে। তার মতে, গাছের চাহিদা লোকের মধ্যে অনেক বেশি ছিল বলে তাই পাত্র থেকে মাটি ও জল বের করার পর তারা গাছটি প্যাক করে সকলের বাড়ি পৌঁছে দেন।
এভাবে রাজু পদ্ম চাষ করে মাসে প্রায় 30 হাজার টাকা আয় করেন। তিনি বলেন, এসব গাছ বিক্রি হয় সাড়ে আটশো থেকে তিন হাজার পাঁচশো টাকায়। চাকরি না পাওয়ার মুহূর্তে পরিবার পাশে থাকায় তিনি তাঁর পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন।