করোনা মোকাবিলায় এবার মাঠে নামলো ‘১৯৮২ বিশ্বকাপের সেই স্বপ্নের ব্রাজিল দল।

সেই 1982 সালের ফুটবল বিশ্বকাপ। সেই বিশ্বকাপ পুরো মাতিয়ে দিয়েছিল ব্রাজিলের স্বপ্নের ফুটবল দল। জিকো, সক্রেটিস, ফ্যালকাও এই তারকা ফুটবলাররা সকলেই ছিলেন ব্রাজিলের সেই ঐতিহাসিক দলে। ফের একবার সেই শক্তিশালী ব্রাজিল ফুটবল দল মাঠে নামলো, তবে এবার অন্য ময়দান, অন্য প্রতিপক্ষ। এবার করোনার বিরুদ্ধে লড়াই করতে মাঠে নামলেন ব্রাজিলের সেই ফুটবল দল। ব্রাজিলের সেই মহান ঐতিহাসিক ফুটবল দলের অধিনায়ক সক্রেটিস আগেই প্রয়াত হয়েছেন। তাই দেশকে বাঁচানোর দায়িত্ব নিজেদের কাঁদে তুলে নিয়েছেন জিকোরা, জিকো এই যুদ্ধে পাশে পেয়েছেন সেই বিশ্বকাপ দলের উনিশ জন সদস্যকেই।

ব্রাজিলের সেই বিশ্বকাপ ফুটবল দলের সদস্য জিকো, ফ্যালকাও এবং বাকি সদস্যরা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে তারা দাবি রেখেছেন যে ব্রাজিলের সেই বিশ্বকাপ ফুটবল দলের সাফল্যের পেছনে অন্যতম কারণ ছিল সঙ্গবদ্ধ লড়াই এবং দেশের প্রতি অগাধ ভালোবাসা। তাই তারা দাবি রেখেছেন করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য দেশের সকল মানুষকে একযোগে লড়াই করতে হবে এবং দেশকে ভালোবেসে দেশের পাশে দাঁড়াতে হবে। তাই তারা সেই ভিডিওর মাধ্যমে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য আর্থিক সাহায্য চেয়েছেন।

24063180474996304b1ad7b6cc22464b4f3ed6bdceec12e4dc3f122fe9ee08018684433fc

করোনা ভাইরাসের কারনে এই মুহূর্তে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন ব্রাজিলে এবং চিকিৎসা দাবি করেছেন এইভাবে যদি চলতে থাকে তাহলে ব্রাজিলের অবস্থা আরো ভয়াবহ হবে। সেই কারণে তড়িঘড়ি এগিয়ে এলেন ব্রাজিল সেই স্বপ্নের ফুটবল দল। তারা সেই ভিডিও পোস্ট করার পরই বিশ্বের নানা প্রান্ত থেকে ঝড়ের গতিতে সাড়া মেলে, ইতিমধ্যেই করোনার বিরুদ্ধে লড়াই করতে সাত লক্ষ মার্কিন ডলার জোগাড় করে ফেলেছে তারা।

Udayan Biswas

সম্পর্কিত খবর