বাংলাহান্ট ডেস্কঃ প্রথম বৈঠকেই বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) দলের ভাঙন রোখার পরামর্শ দিলেন বিজেপির শীর্ষনেতৃত্বরা। এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষরাও (BL Santosh)।
সম্প্রতি রদবদলের পর দলে বড় পদ পেয়েছেন সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষকে সরিয়ে, বিজেপির নতুন রাজ্য সভাপতি করা হয় সুকান্ত মজুমদারকে। এরপর এই গুরু দায়িত্ব হাতে পেয়ে প্রথমবার দুদিনের দিল্লী সফরে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেখানে গিয়ে বৈঠক করলেন বিজেপির শীর্ষনেতৃত্বদের সঙ্গে।
Met Hon'ble National President of @BJP4India Shri @JPNadda at Delhi today. I thanked him for entrusting me with the new responsibility of @BJP4Bengal State President and sought his guidance. pic.twitter.com/7DdRlOhNI9
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) September 28, 2021
সূত্রের খবর, আগামী দিনে যাতে দলের ভাঙন আর না বাড়ে, সেদিকে কড়া নজর দেওয়ার কথা বলা হয়েছে সুকান্ত মজুমদারকে। পাশাপাশি শোনা যাচ্ছে, একদিকে যেমন দলের ভাঙন আটকাতে হবে, তেমনই বর্তমানে বিজেপিতে আগমনের ক্ষেত্রে কোনরকম আর বাছ বিচার করা হবে না। দল ছেড়ে যাওয়া থেকে শুরু করে নতুন সদস্য, সকলকেই সাদরে আমন্ত্রণ জানানো হচ্ছে।
সুকান্ত মজুমদার জানিয়েছেন, ‘যারা দল ছেড়ে গিয়েছেন, তাঁরা থাকলে দল আরও শক্তিশালী হত। তবে সাংগঠনিক কাঠামোতে সাময়িক ধাক্কা লাগলেও, সাংগঠনিকভাবে দলের বিশেষ কোনও ক্ষতি হয়নি। তবে যারা দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁরা কিন্তু দল ছাড়েনি। আমরা এখানে একটাই প্রশ্ন পদ নিয়ে এত সমস্যা কেন? রাজনীতিতে আসা কিসের জন্য, পদ পাওয়া নাকি আদর্শের কারণে?’
তিনি আরও বলেন, ‘যারা বিজেপির নীতি আদর্শে বিশ্বাস করেন, তাঁদের বলব ফিরে আসুন, আমরা সকলে একসঙ্গে লড়াই করব। প্রধানমন্ত্রী মোদীর ”সবকা সাথ, সবকা বিকাশ” মন্ত্র দেখে আকৃষ্ট হয়ে, কেউ আসতে চাইলে, আমরা তাঁকে সাদরে আমন্ত্রণ জানাব। তবে কার মনে কি আছে, তা তো বলা যায় না। তাই ব্যক্তিস্বার্থ নিয়ে কেই আসতে চাইলে, তাঁর না আসাই ভালো’।