বাংলাহান্ট ডেস্কঃ বিয়েতে বরকে ঘোড়ায় চড়ে আসতে তো অনেকেই দেখেছেন, কিন্তু বিয়েতে কনে আসল কিনা বুলেট মোটরসাইকেল চালিয়ে। অবাক হলেও সত্যি। ঘটনাটি ঘটে বিহারের গয়ার রামপুর থানার চিরিয়াতান্দেরে। কনের এহেন আচরণ দেখে অবাক হয়ে যান বিয়ের আসরে উপস্থিত সকলে।
যুগ বদলেছে এবং সেই যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষও অনেক বদলে গেছে। আজকের সমাজে নারী পুরুষ দুজনকেই সমান চোখে দেখা হয়। মেয়েরা এখন আর কোন অংশে পিছিয়ে নেই ছেলেদের থেকে। মেয়েরাও সমান তালে এগিয়ে যাচ্ছে ছেলেদের সঙ্গে। তাই প্রতিবারের চেনা ছবিটা বদলে গেল গত ৩ রা মার্চ বিহারের এই বিয়ের আসরে।
কনের জন্য বর অপেক্ষা করছে বিয়ের আসরে। কিন্তু কনের দেখা নেই। আচমকাই বিয়ের আসরে বুলেট মোটরসাইকেল চালিয়ে প্রবেশ করল বিয়ের কনে। আসরে উপস্থিত সকলের মতো বরেরও চক্ষু চড়ক গাছ হয়ে যায়। কনের এই অভিনব উদ্যোগকে স্বাগত জানাতে ছাদনাতলা ছেড়ে কনের দিকে হাত বাড়িয়ে দেয় বর। বাইক থেকে নামতে সাহায্য করে বিয়ের আসরে নিয়ে যায় কনেকে। তারপর সম্পন্ন হয় বিয়ের শুভ কাজ।
কনের এইরূপ আচরণে বর নীতীশের বক্তব্য, ‘আমি কখনই ভাবতে পারিনি যে আমার ভবিষ্যতের জীবনসঙ্গীনি তার নিজের বিয়েতে এইভাবে বুলেটে চড়ে বিয়ের আসরে আসবে। তবে তাঁর এই অভিনব উদ্যোগ দেখে আমি খুবই খুশী হয়েছি এবং তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে এগিয়ে নিয়ে এসেছিলাম।
নিজের বিয়েতে এইরূপ কান্ড করা কনে বলেছেন, ‘আমি আমার পরিবার ও লোকালয়ের অনেক বিয়েতে দেখেছি যে মেয়েরা পায়ে হেঁটে বিয়ের মণ্ডপে যায়। তবে এখন যুগ অনেক বদলে গিয়েছে, মেয়েরাও এখন অনেক এগিয়ে গেছে। আজকাল মেয়েরা কোন ছেলের তুলনায় কম কিছু না। তাই আমি নারীশক্তির পরিচয় দিতে এই উদ্যোগ গ্রহণ করি’। বিয়ের এই ভিডিও সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।