আবেগঘন মুহূর্তঃ কন্যাদান হিসাবে প্রাপ্ত অর্থ রাম মন্দির নির্মানে দান করলেন কনে

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ অযোধ্যায় রাম মন্দির (ram temple) নির্মানের কাজ শুরু হয়েছে। গত বছর ৫ ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্দির নির্মানের ভূমি পূজনে অংশ নিয়েছিলেন। তারপর থেকে শুরু হয়েছে মন্দির নির্মানের কাজ।

দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন এই মন্দির নির্মানে তাদের যথাসাধ্য আর্থিক সাহায্য করছেন। অর্থ সাহায্যকারীদের মধ্যে থেকে এক ঘটনা সকলের হৃদয় স্পর্শ করে গেল। নিজের বিয়ের কন্যাদানের অর্থ রাম মন্দিরকে দান করার সিদ্ধান্ত নিল এক কনে।

ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটে। সেখানে সুরাটের হীরা ব্যবসায়ী রমেশ ভালানিরের কন্যা দৃষ্টির সঙ্গে তাঁতের ব্যবসায়ী সিদ্ধার্থের বিবাহ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। বিয়ের অনুষ্ঠানেই নিজের বিয়েতে কন্যাদান হিসাবে প্রাপ্ত অর্থ প্রায় দেড় লক্ষ টাকা, কনে দৃষ্টি দান করলেন রাম মন্দির নির্মানের খাতে। বিয়ের কনের এই দান দেখে সেখানে উপস্থিত সকলেই আবেগান্বতি হয়ে পড়েন। তারপর তারা নিজেরাও রাম মন্দির নির্মানে নিজেদের সাধ্যমত দান করেন।

সম্পর্কিত খবর

X