বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রের উদ্যোগে গরিব মানুষের মাথায় পাকা ছাদের ব্যবস্থা করার জন্য শুরু করা হয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana)। পাকা বাড়ি তৈরি করার জন্য এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার উপভোক্তাদের টাকা দিয়ে থাকে। এর আগে বিভিন্ন রাজ্য সরকারের বিরুদ্ধে আবাস যোজনার টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছিল।
এবার আবাস যোজনার টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠল উপভোক্তাদের স্ত্রীদের বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশে। অভিযোগ আবাস যোজনা প্রকল্পের অধীনে পাওয়া টাকা নিয়ে চারজন বিবাহিত মহিলা পালিয়ে গিয়েছেন তাদের প্রেমিকদের সাথে।
এনারা আবাস যোজনা প্রকল্পের অধীনে বাড়ি তৈরির জন্য টাকা চেয়ে আবেদন করেছিলেন। সেই টাকা পৌঁছেছিল ব্যাংক অ্যাকাউন্টে। টাকা হাতে পাওয়ার পর স্বামীকে ছেড়ে চারজন বধূ পালিয়ে গেলেন প্রেমিকের সাথে। এই ঘটনার পর রীতিমতো দিশেহারা এই চারজন বধূর স্বামী।
চারজন বধূর স্বামীরা কল্পনাও করতে পারছেন না যে তাদের স্ত্রীরা এই ধরনের পরিকল্পনা এঁটেছিলেন। আবাস যোজনা প্রকল্পের অন্যতম একটি শর্ত হল এই বাড়ির উপর সমান মালিকানাধীন অধিকার থাকবে পরিবারের মহিলার। সেইমতো তাদের অ্যাকাউন্টে টাকা আসতেই চারজন বধু সেই টাকা নিজেরাই তুলে নেন। এরপর সেই টাকা নিয়ে পালিয়ে যান প্রেমিকদের সাথে।
এই ঘটনার ফলে চার বধূর স্বামীরা পড়েছেন বিপাকে। জেলা নগরায়ন উন্নয়ন দফতরের তরফে তাদের নোটিশ পাঠানো হচ্ছে টাকার নয়ছয়ের অভিযোগে। এমন পরিস্থিতিতে এই চার বধূর স্বামীরা দ্বারস্থ হয়েছেন আবাস যোজনার প্রজেক্ট অফিসারের। সূত্রের খবর, পলাতক এই চার মহিলা উত্তরপ্রদেশের একই জেলায় বসবাস করতেন। তারা থাকতেন বেলহারা, বানকি, জইদপুর ও সিদ্ধৌর নগর পঞ্চায়েতে।