ভাতা বৃদ্ধির আশায় জল! ‘এই’ প্রকল্পের বরাদ্দ কমাল রাজ্য সরকার! মহিলাদের জন্য খারাপ খবর

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্র থেকে শুরু করে রাজ্য, মহিলাদের জন্য একাধিক প্রকল্প (Government Scheme) চালু করেছে সরকার। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতো স্কিম চালু করা হয়েছে। এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) মাধ্যমে মাসে মাসে টাকা দেয় রাজ্য (Government of West Bengal)। সাধারণ শ্রেণির মহিলাদের মাসিক ১০০০ টাকা ও তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলাদের মাসিক ১২০০ টাকা করে দেওয়া হয়। এবার মহিলাদের জন্য চালু করা এমনই একটি সরকারি প্রকল্পের বরাদ্দ কমিয়ে দেওয়া হল।

মহিলাদের জন্য চালু করা ‘এই’ প্রকল্পের (Government Scheme) বরাদ্দ কমাল রাজ্য!

একুশের বিধানসভা ভোটের পর পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিল রাজ্য সরকার। এরপর এই প্রকল্পের আদলে গোটা দেশের নানান রাজ্যে বেশ কিছু স্কিম চালু করা হয়। মহারাষ্ট্রে যেমন লড়কি বহিন যোজনা শুরু করেছিল মহাজুটি সরকার। লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর বিধানসভা ভোটের প্রাক্কালে এই প্রকল্প চালু করা হয়। এবার এই প্রকল্পেই বরাদ্দ কমিয়ে দেওয়া হল।

বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে তৈরি লড়কি বহিন যোজনাকে হাতিয়ার করে মহারাষ্ট্র বিধানসভা ভোটে বাজিমাত করেছিল মহাজুটি সরকার। এই স্কিমের (Government Scheme) অধীন থাকা আড়াই কোটির বেশি মহিলাকে মাসিক ১৫০০ টাকা করে ভাতা দেওয়া শুরু হয়। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বিধানসভা নির্বাচনে জয়ী হলে এই প্রকল্পের ভাতা একধাক্কায় ৬০০ টাকা বাড়িয়ে ২১০০ টাকা করে দেওয়া হবে।

আরও পড়ুনঃ ১৬৩ বছরের ইতিহাসে এই প্রথম! কলকাতা হাইকোর্টে যা হল… জানলে গর্ব হবে!

বিধানসভা নির্বাচনে মহাজুটি বাজিমাত করার পর মনে করা হচ্ছিল, ভোটের আগের প্রতিশ্রুতি মতো লড়কি বহিন যোজনার (Ladki Bahin Yojana) ভাতা বাড়ানো হবে। তবে বাস্তবে দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি। বাজেট পেশের পর দেখা গেল, মহারাষ্ট্রের মহিলাদের জন্য চালু করা ওই প্রকল্পে বরাদ্দ বাড়ানো তো দূর, উল্টে কমিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী অজিত পওয়ার। সেখানে দেখা গিয়েছে, লড়কি বহিন যোজনায় ৩৬,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যেখানে আগেরবার এই স্কিমে বরাদ্দের পরিমাণ ছিল ৪৬,০০০ কোটি টাকা। অর্থাৎ একধাক্কায় বরাদ্দের অঙ্কটা ১০,০০০ কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছে। এরপরেই এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা।

Government scheme

মহাবিকাশ আঘাড়ির অন্যতম শরিক শরদ পওয়ার এই প্রসঙ্গে বলেন, ‘গত বছর যে প্রকল্পে ৪৬,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, এই বছর তাতেই মাত্র ৩৬,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটা মানুষের সঙ্গে প্রতারণা’। বিরোধীদের দাবি, বাজেট বরাদ্দ দেখেই পরিষ্কার আসন্ন ভবিষ্যতে এই প্রকল্পের ভাতা ২১০০ টাকা করার কোনও পরিকল্পনা নেই সরকারের।

রাজ্যের মহিলাদের জন্য চালু করা এই প্রকল্পের (Government Scheme) ভাতা যে এখনই বাড়ছে না, সেটা কার্যত স্বীকার করে নিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি বলেন, ‘আমরা ২১০০ টাকা করে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি, সেটা রাখবই। তবে তার জন্য আমাদের কিছুটা সময় লাগবে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর