এই মুহূর্তে ভারতবর্ষের ক্রিকেট মহলে সবথেকে বড় ইস্যু হল স্বার্থ সংঘাত ইস্যু। যে কোনো কাজ করার আগে এই স্বার্থ সংঘাত ইস্যুর শর্ত দেখে তবেও সেই কাজে অনুমতি দেয় ক্রিকেট প্রেসিডেন্টরা। ব্যতিক্রম হয়নি বাংলায়। সদ্য সিএবি প্রেসিডেন্ট পদে নিয়োগ হওয়া সৌরভ গাঙ্গুলিকেও সেই সমস্ত দিকে নজর দিয়েই করতে হচ্ছে যাবতীয় কার্যকলাপ।
কোনো ব্যাক্তিকে কোনো পদে নিয়োগ করার আগে তাই বারবার স্বার্থ সংঘাত ইস্যু দেখে নিতে হচ্ছে সৌরভ গাঙ্গুলিকে। দেখে নিতে হচ্ছে সেই ব্যাক্তি আন্তর্জাতিক ক্রিকেটের আর কোনো পদের সাথে যুক্ত রয়েছে কিনা।
এইদিন সিএবিতে এক বৈঠক হয় সেই বৈঠকে সিএবি প্রেসিডেন্ট বেছে নেন বাংলার ক্রিকেটে কোন ব্যাক্তি কোন পদে থাকবেন। এইদিন বৈঠক শেষে সদস্য পদ নিয়েও কথা বলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এইদিন জানান এবার সিএবির তরফে উদ্দ্যোগ নিয়ে নুতন সদস্য পদ ঘোষণা করা হয়েছে। প্রত্যেক ক্লাব থেকে সাতজন করে সদস্য হতে পারবেন এছাড়াও ক্লাবের মেম্বার না হলেও সিএবি ওয়েবসাইট গিয়ে ফর্ম ফিলাপ করেও সদস্য পদ পাওয়া যাবে। মাত্র আড়াই লাখ টাকার বিনিময়ে পাঁচ বছরের জন্য পাওয়া যাবে এই সদস্য পদ। সিএবি প্রেসিডেন্ট জানিয়েছেন আর্থিক উন্নতির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে
প্রত্যেক সদস্য সিএবির তরফে পাবেন বিশেষ সুবিধা। যারা সদস্য হবেন তারা বিনামূল্যে প্রত্যেকটি আন্তর্জাতিক এবং টি-টোয়েন্টি ম্যাচ দেখার সুযোগ পাবেন। সদস্যদের খেলা দেখার জন্য ইডেনের ‘এল ব্লক’ কিনে নেবে সিএবি। আর এই সুবিধা পাওয়া যাবে আগামী পাঁচ বছর।
সৌরভ জানিয়েছেন বেশ কয়েক বছর ধরে আর্থিক অনটন চলছে। বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করলেও সফল হতে পারছেন না বাংলার খেলোয়াড়রা। আর তাই এই সদস্য পদ দেওয়া হলে কিছুটা আর্থিক উন্নতি হবে বলে মনে করছেন সৌরভ গাঙ্গুলি।