বাংলাহান্ট ডেস্ক : এ যেন সিনেমার চিত্রনাট্য। সামনের একটি গাড়ি থেকে বালতি এসে লাগলো উইন্ড স্ক্রিনে। এরপর খেলনার মত নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেল যাত্রীবাহী একটি গাড়ি। হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কে ধুলাগড় ফ্লাইওভারের সামনে ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১২টা নাগাদ।
পুলিশ জানিয়েছে, গাড়ির গতিবেগ কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। তবে এই দুর্ঘটনার ফলে আহত হয়েছেন ৯ জন যাত্রী। পুলিশ সূত্র মারফত জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ধুলাগড়ের রাস্তা দিয়ে দীঘা যাচ্ছিল। এরপর দুপুর ১২টা নাগাদ ওই গাড়ির সামনে থাকা একটি ম্যাটাডোর থেকে বালতি উড়ে এসে লাগে উইন্ড স্ক্রিনে। এরপর গাড়িটি খেলনার মত উল্টে যায়।
ধূলাগড় ট্র্যাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন। দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে ভর্তি করানো হয় একটি বেসরকারি হাসপাতালে। তারপর ব্রেকডাউন ভ্যান দিয়ে উল্টে যাওয়া গাড়িটিকে রাস্তা থেকে সরানো হয়। এই দুর্ঘটনার ফলে ১৬ নম্বর জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য ব্যাহত হয় যান চলাচল। সূত্রের খবর, ৯ জন যাত্রী ওই গাড়ি করে দীঘা যাচ্ছিলেন।
এই দুর্ঘটনার ফলে আহত হয়েছেন সকল যাত্রী। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির এক যাত্রীর কথায়, “সামনের একটি গাড়ি থেকে একটি বালতি উড়ে এসে আমাদের গাড়ির উইন্ড স্ক্রিনে লাগে। হঠাৎ এই ঘটনা ঘটায় চালক আর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেননি। তবে গাড়ির গতিবেগ কম থাকার কারণে বড় দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা পেয়েছি।”