বাংলা হান্ট ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। রোহিত এবং সূর্য কুমার যাদবের দুর্দান্ত ব্যাটিংয়ে 164 রান তাড়া করতে গিয়ে সেভাবে অসুবিধার মধ্যে পড়তে হয়নি তাদের। যদিও মাঝপর্বে শ্রেয়াস আইয়ার কিছুটা বল নষ্ট করায় খানিকটা চাপের মুখে পড়েছিল ভারত তবে পান্থের 17 রানের ইনিংসের দৌলতে দু বল বাকি থাকতেই জয় তুলে নেয় রোহিত বাহিনী। বুধবারের প্রথম একাদশে একদিকে যেমন সুযোগ পেয়েছিলেন তরুণ ভেঙ্কটেশ আইয়ার তেমনি সুযোগ পেয়েছিলেন দীপক চাহাররাও।
কিন্তু একজন ব্যাটসম্যান রয়েছেন যিনি মোটের উপর ভালো ফর্মে থাকার সত্বেও আপাতত প্রথম একাদশে সুযোগ পাননি। 23 বছরের ঈশান কিশানকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ না দেওয়ায় কিছু কেমন প্রশ্ন উঠেছে। যদিও একথা ঠিক যে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকলেও মূল পর্বে সেভাবে কিছু করে উঠতে পারেননি ঈশান কিশান। বরং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওপেনিং করার সুযোগ পেলেও উইকেট ছুঁড়ে দিয়ে চলে আসেন তিনি। সেই সূত্র ধরেই হয়তোবা নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাকে সুযোগ দেননি রোহিত।
কিন্তু এই বাঁহাতি উইকেটকিপার ব্যাটসম্যানের হাতে যথেষ্ট ভালো শট রয়েছে। খুব সহজেই বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মারার দক্ষতাও রয়েছে তার। তাই এক্ষেত্রে আগামী ম্যাচগুলিতে অনেকেই তাকে প্লেইং ইলেভেনে দেখতে চাইবেন। প্রসঙ্গত উল্লেখ্য, 23 বছর বয়সী এই খেলোয়াড় ভারতের হয়ে টানা ম্যাচ খেলার সুযোগ খুব কমই পেয়েছেন। ভারতের হয়ে এখন পর্যন্ত মাত্র 2টি ওডিআই এবং 4টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। অথচ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে একা হাতেই মোড় ঘুরিয়ে দিয়েছিলেন ঈশান। মাত্র 46 বলে 7 টি চার ও 3 টি ছক্কা দিয়ে সাজানো 70 রানের যে ইনিংস খেলেন তিনি তা ছিল সত্যিই অনবদ্য।
অনেকেই মনে করছেন দলে টানা সুযোগ না পেলে আত্মবিশ্বাসে আঘাত লাগতে পারে এই তরুণ খেলোয়াড়ের। সেক্ষেত্রে এই প্রতিভাবান খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ হয়ে যাওয়াও কোনও বড় কথা নয়। রোহিত শর্মা নিজেই বলেছিলেন খেলোয়াড়দের তিনি সম্পূর্ণ স্বাধীনতা দিতে চান, সূর্য কুমারের ক্ষেত্রে সে কথা প্রমাণ করেও দেখিয়ে দিয়েছেন তিনি। সূর্যকুমার বিশ্বকাপে মাত্র একটি ম্যাচেই সুযোগ পেয়েছিলেন, একথা ঠিক যে সে ম্যাচে তিনি দ্রুত আউট হয়ে যান কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে সুযোগ পেয়ে 62 রানের সুন্দর ইনিংস উপহার দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। আগামী দিনে ঈশানও নিজেকে প্রমান করবেন বলেই মত বিশেষজ্ঞদের। তবে তার জন্য দরকার ধারাবাহিক সুযোগ দেওয়া।