বাংলা হান্ট ডেস্কঃ রোহিত শর্মা এমন একজন ক্রিকেটার যিনি এই মুহূর্তে ভারতীয় দলের তিন ফরম্যাটেই নিজের জায়গা পাকা করে ফেলেছেন। টেস্ট ক্রিকেটে শুরু থেকে তাকে সেভাবে না পাওয়া গেলেও ওপেনার হিসেবে একবার তুলে নেবার পর টেস্ট ক্রিকেটে নিজের জায়গা পাকা করে ফেলেছেন তিনি। আর সেই সূত্র ধরেই এমন একজন খেলোয়াড়ের নাম প্রায় মুছে গিয়েছে যিনি একসময় ছিলেন বিরাট কোহলির অন্যতম ফেভারিট ব্যাটসম্যান।
আমরা বলছি মুরলী বিজয়ের কথা, বিজয় টেস্ট ক্রিকেটে ভারতকে একাধিক সুন্দর জয় উপহার দিয়েছেন। 61 টি ম্যাচে 3982 রান সংগ্রহ করেছেন তিনি, একই সঙ্গে রয়েছে 12 টি সেঞ্চুরি এবং 15 টি হাফ সেঞ্চুরিও। বিশেষত বাইরের দেশে ভারতের হয়ে যথেষ্ট নির্ভরযোগ্য ওপেনার
ছিলেন তিনি। বিজয় শেষবার ভারতের হয়ে মাঠে নামেন 2018 সালে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি।
কিন্তু তারপর গত তিন বছরে আর ভারতীয় দলের সেভাবে সুযোগ পাননি মুরলী বিজয়। তার একটা কারণ অবশ্যই রোহিত শর্মা, টেস্ট ক্রিকেটে যেভাবে নিজের জমি শক্ত করে নিয়েছেন তিনি, তাতে আপাতত ওপেনার হিসেবে আর কারও কথা ভাবাই যায় না। অন্যদিকে কেএল রাহুলও ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে কোচেদের আস্থা অর্জন করেছেন।
তার ওপর সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্বও হাতে পেয়েছেন রোহিত শর্মা। অনেকে এও মনে করেন যে আগামী দিনে হয়তো একদিনের ম্যাচের ক্ষেত্রেও অধিনায়ক হিসেবে রোহিত দলের প্রথম পছন্দ হয়ে উঠতে পারেন। আর এই মুহূর্তে সারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ওপেনারও তিনিই। তাই এই মুহূর্তে বিজয়ের ফিরে আসা প্রায় অসম্ভবই বলা চলে।