চিতার সামনে বুক চিতিয়ে দাঁড়াল বিড়াল, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিয়ো দেখে অবাক সবাই

বাংলাহান্ট ডেস্কঃ ‘কথায় বলে বাঘের মাসি বিড়াল’, কিন্তু বাস্তবে মাসি বোনপোর এক মধুর সম্পর্কের দৃশ্যের ভাইরাল ভিডিও (viral video) দেখে চোখ কপালে উঠল নেটজনতার। বাগে পেয়েও বিড়ালকে (cat) গায়ে আঁচড় অবধি দিল না এক চিতা বাঘ (leopard)। উলটে মিলে মিশে থাকতে দেখা গেল দুজনকে।

মহারাষ্ট্রের নাসিক থেকে সম্প্রতি সময়ে এক ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়, যা দেখে কিছুটা হলেও তাজ্জব বনে গেছে নেটিজনরা। ভিডিওতে দেখা যায়, ঘটনাচক্রে কুয়োর মধ্যে পড়ে গিয়েছে এক চিতা বাঘ এবং এক বিড়াল। এরপর সেখানেই নড়াচড়া করতে গিয়ে কুয়োর জলে পড়ে যায় চিতা বাঘ।

এই অবধি দেখে অনেকেই হয়ত ভেবেছিলেন, একটু পরই বিড়ালের রক্তে লাল হয়ে যাবে কুয়োর জল। ওই কুয়োর মধ্যেই চিতার পেটে ঠাই হবে বাঘের মাসির। কিন্তু বাস্তবে ঠিক তার উল্টোটাই ঘটল। প্রথমটায় বিড়ালের দিকে রাগী চোখ নিয়ে এগিয়ে গেলেও, দুজনের মধ্যে সামান্য তর্কাতর্কি হতেই সব মিটে যায়।

বিড়ালকে নিজের শিকার বানানোর বদলে, বিড়ালের গা চেটে জল মুছে দিতে দেখা যায় চিতাকে। দুজনকে মিলে মিশেই সেই কুয়োতে থাকতে দেখা যায়। জানা গিয়েছে, পরবর্তীতে ওই চিতা বাঘ এবং বিড়ালটিকে উদ্ধার করে সঠিক স্থানে ছেড়ে দেওয়া হয়েছে। তবে নেটদুনিয়ায় এই ভিডিও দেখে বিড়ালের সাহসিকতার প্রশংসা করেছে নেটিদুনিয়ার বাসিন্দারা।


Smita Hari

সম্পর্কিত খবর