আবিরের গালে গাল ঠেকিয়ে মাখালেন আবির, প্রেমে মাখোমাখো দোল উদযাপন ঋতাভরীর

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আজ বসন্ত উৎসব। অর্থাৎ দোল পূর্ণিমা। চারিদিকে কেবল রং আর রং। এবার সেই রং লাগলো ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) মনে। হাত দিয়ে নয় বরং বরের গালে গাল ঠেকিয়ে লাগালেন ভালোবাসার রং। স্ত্রীর এহেন ভালোবাসায় আপ্লুত অভিনেতা আবির (Abir Chatterjee)। তিনিও গাল বুলিয়ে নিলেন অভিনেত্রীর গালে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘুরঘুর করছে এই ভিডিও।

আবির ঋতাভরীর এহেন ভিডিও দেখে মন ভালো হয়ে গেছে নেটিজেনদের। তাঁদের এই মাখো মাখো প্রেম দেখে অনেকেই আবার প্রশ্ন তুলেছেন। তবে কি স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে আবিরের? অনেকেরই আবার প্রশ্ন, আবির আজ তার স্ত্রীর মাঝে কি মিডিলম্যান হিসেবে জায়গা করে নিয়েছেন ঋতাভরী?

Abir & Ritabhari

আসলে তাঁরা রিয়েল লাইফ নয় বরং রিল লাইফের স্বামী-স্ত্রী। শীঘ্রই মুক্তি পেতে চলেছে এই জুটির নয়া ছবি ‘ফাটাফাটি ‘। এই প্রথমবার জুটি বেঁধে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন আবির ঋতাভরী। অরিত্র মুখোপাধ্যায় পরিচালনায় এবং উইন্ডোজ প্রোডাকশনের প্রযোজনায় এবং নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নিবেদনে সকলের নজর কাড়তে একেবারে অন্যরকমের চরিত্রে ধরা দিতে চলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

মেয়েদের যেন কোনও কিছুতেই নেই শান্তি। শরীরে মেদ জমলেই শুনতে হয় ‘একটু বেশি মোটা’, আবার মেদহীন শরীর হলে ‘এত্ত রোগা কেন’? আবার অনেককে শুনতে হয় বেঁটে। কেউ আবার বড্ডো বেশি লম্বা। এই সমস্ত ছুৎমার্গ কাটাতে এবার বক্স অফিসে ঝড় তুলতে আসছে ঋতাভরী চক্রবর্তী-আবির চট্টোপাধ্যায় অভিনীত ‘ফাটাফাটি’।

Abir & Ritabhari

পরিচালক অরিত্র মুখ্যোপাধ্যায়ের সঙ্গে এর আগেও কাজ করেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। বরাবরই একেবারে অন্যরকম চরিত্রে অভিনয় করেন তিনি। তাঁর প্রথম সিনেমা ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ ছবিতে মহিলা পুরোহিতের চরিত্রে অভিনয় করেন তিনি।

X