কেন্দ্রের বরাদ্দ টাকা আর সরাসরি হাতে পাবেনা রাজ্য, থাকবে রিজার্ভ ব্যাঙ্কে! আসছে নয়া নিয়ম

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রের বরাদ্দ নিয়ে বড় ঘোষণা। এবার বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ টাকা (Central Allocation Money) আর সরাসরি পাবে না কোনও রাজ্য। এত দিন কেন্দ্রের টাকায় কাজ হওয়া প্রকল্পে রাজ্যগুলির হাতে সরাসরি টাকা যেত। তবে এই পদ্ধতি আর বেশিদিন চলবে না। সূত্রের খবর খুব তাড়াতাড়িই আমূল বদল আসতে চলেছে।

প্রসঙ্গত এতদিন কেন্দ্রের তরফে যে টাকা পাঠানো হত তা রাজ্য সরকারের বিভিন্ন দফতরের খোলা প্রকল্প-ভিত্তিক নির্দিষ্ট অ্যাকাউন্টে, বাণিজ্যিক ব্যাঙ্কে তোলা থাকতো। তবে খুব শীঘ্রই বদলে যাবে এই নিয়ম। জানা যাচ্ছে, নয়া নিয়মে (‘জাস্ট ইন টাইম’) প্রকল্পের টাকা রাখা থাকবে রিজ়ার্ভ ব্যাঙ্কে (Reserve Bank of India)। আগে কেন্দ্রের বরাদ্দ অব্যবহৃত টাকা অ্যাকাউন্টে রেখে দেওয়ার বিপুল টাকা সুদও পেয়েছে রাজ্য গুলি। তবে এবার থেকে তা আর হবে না।

এই নতুন নিয়মে প্রয়োজন মতো রাজ্য গুলি টাকা তুলতে পারবে ঠিকই তবে আগের মতো দিনের পর দিন আর অ্যাকাউন্টে টাকা ফেলে রাখতে পারবে না। যে কোনও প্রকল্পের ক্ষেত্রে প্রতিটি পর্যায়ের জন্য রিজ়ার্ভ ব্যাঙ্কের কাছ থেকে তা চাইতে হবে। সমস্ত হিসাবও সঠিক ভাবে বুঝিয়ে দিতে হবে।

আরও পড়ুন: মোদীর ডাকে সাড়া! বাড়িতে তেরঙ্গা ওড়াচ্ছেন হিজবুল জঙ্গির ভাই, ঘটনা শুনলে গায়ে কাঁটা দেবে

যদিও এই নিয়ে চূড়ান্ত কিছু এখনও সামনে আসেনি। বিষয়টি পরিকল্পনার স্তরে রয়েছে বলে জানা গিয়েছে। পুরোপুরি কেন্দ্রীয় অর্থে পরিচালিত প্রকল্পগুলি কোষাগারের একক তহবিল (ট্রেজ়ারি সিঙ্গল অ্যাকাউন্ট) থেকে পরিচালিত হবে বলে ইতিমধ্যেই সমস্ত রাজ্যকে জানিয়েছে কেন্দ্র। প্রতিটি মন্ত্রকে একটি করে কেন্দ্রীয় নোডাল এজেন্সি তৈরি করা হবে। তাদের কেন্দ্রীয় ব্যাঙ্কে একটি করে অ্যাকাউন্ট খুলতে হবে।

আরও পড়ুন: একবছর পার! এবার ময়দানে নামছেন মমতা…

nda modi

বাজেট বরাদ্দের পর নির্ধারিত প্রকল্পে বরাদ্দ অনুযায়ী ‘পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস’-এর মাধ্যমে সেখানে টাকা পাঠাবে অর্থ মন্ত্রক। এরপর প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখে টাকা দেবে কেন্দ্রীয় ব্যাঙ্ক। পশ্চিমবঙ্গ-সহ সমস্ত রাজ্যের জন্যই এই একই নিয়ম চলবে। প্রসঙ্গত, সম্প্রতি পশ্চিমবঙ্গে এক খাতের কেন্দ্রীয় বরাদ্দ অন্য কাজে ব্যবহারের অভিযোগ নিয়ে সরব হয়েছে বিরোধীরা। এই আবহেই এবার কেন্দ্রের এই নয়া নিয়ম যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর