বর্ধমানে পৌঁছেছে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী, রবিবার সকাল থেকেই রুট মার্চ শুরু করল জওয়ানরা

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় (west bengal) এখনও নির্বাচনের দিনক্ষণ স্থির হয়নি। তার আগেই বর্ধমানে (bardhaman) এসে উপস্থিত হল কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী (central force)। সাধারণত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই কেন্দ্রীয় বাহিনীকে আসতে দেখা গেলেও, এইবছর কিছুটা ব্যাতিক্রমি চিত্র দেখা গেল বঙ্গে। সেইসঙ্গে পূর্ব বর্ধমান জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চও শুরু হয়ে গেছে।

বাংলায় প্রথম দফায় বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে গত শনিবার। বাঁকুড়া ও বীরভূম জেলার পাশাপাশি বর্ধমানের জন্য কাশ্মীর থেকে বিশেষ ট্রেনে সেখানে উপস্থিত হয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ সময় রেলযাত্রার ধকল কাটাতে একদিনের বিশ্রাম নিয়ে রবিবার সকাল ৯ টা থেকেই শুরু হয়ে গিয়েছে রুট মার্চ। পূর্বের চিহ্নিতকরণ অনুযায়ী, জেলার স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর এলাকাগুলিতে এই রুট মার্চ করা হচ্ছে বলেও জানা গিয়েছে।

bjbjbvj

বর্ধমানের জন্য আগত এই কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জন্য পূর্ব বর্ধমানের বিবেকানন্দ কলেজে থাকার ব্যবস্থা করা হয়েছে। বর্ধমানের কার্জন গেট থেকে সকাল ৯ টায় এই রুট মার্চ শুরু হওয়ার কথা, এমনটা জানা গিয়েছিল। পাশাপাশি রায়না, খণ্ডঘোষ সহ বিভিন্ন এলাকায় এই বাহিনীর টহল দেওয়ার বিষয়েও জানা গিয়েছে।

bbvvb 1

এই বিষয়ে বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিংহ রায় জানিয়েছেন, ‘কেন্দ্রীয় বাহিনীর এই রুট মার্চ মূলত জেলার বাসিন্দাদের মনোবল চাঙ্গা করতে করা হচ্ছে। রবিবার এই রুট মার্চ শুরু করা হচ্ছে। উপস্থিত থাকবেন জেলা জেলাশাসক মহম্মদ এনাউর রহমান ও জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়ও’।

Smita Hari

সম্পর্কিত খবর