বাংলায় কেন্দ্রীয় প্রতিনিধি দলকে কাজ করতে দেওয়া হচ্ছে নাঃ স্বরাষ্ট্রমন্ত্রণালয়

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসকে (COVID-19) কেন্দ্র করে প্রথমদিকে বাংলাসহ (West bengal) সমস্ত রাজ্য কেন্দ্রের সঙ্গে মিলিতভাবে লড়লেও, বর্তমানে কিছু কিছু বিষয়ে কেন্দ্র রাজ্য সংঘাত সৃষ্টি হয়েছে। কেন্দ্রের দাবী পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুগামীরা কেন্দ্রের সদ্যস্যদের রাজ্যে কোন কাজ করতে দিচ্ছে না। এই বিষয়ে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় দলগুলিকে কাজ করতে দেওয়া হচ্ছে না।

IMG 20200319 WA0288

স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘রাজ্য সরকারের উচিত কেন্দ্রীয় দলগুলিকে কলকাতার বিভিন্ন লোকেশনে কাজ করতে অনুমতি দেওয়া। এখন রাজনীতি করার সময় নয়। আমরা মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান এবং পশ্চিমবঙ্গে দল পাঠিয়েছি। কিন্তু এই দলগুলিকে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন স্থানে গিয়ে স্থল পরিস্থিতি মূল্যায়ন করার অনুমতি দিচ্ছে না। আমরা রাজ্য সরকারকে একটি চিঠি লিখেছি যাতে তারা দুর্যোগ আইন গ্রহণ করতে এবং আমাদের কাজ করার অনুমতি দিতে বলে’।

কেন্দ্রের দলকে রাজ্যে প্রবেশে অনাধিকার দিয়ে সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছিলে বলেছিলেন, ‘এ জাতীয় পদক্ষেপ একতরফা এবং অপ্রত্যাশিত’। এই বিষয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এক ট্যুইট করে বলেন, ‘প্রথমে আপনি রাজ্যে নকল টেস্ট কিট পাঠিয়ে, তারপর কেন্দ্র থেকে মূল্যায়নের জন্য দল পাঠাচ্ছেন। আপনি করোনা ভাইরাসের মধ্যে মানুষের জীবন নিয়ে খেলছেন’।

af 2

কেন্দ্র থেকে যে দল মঙ্গলবার কলকাতায় এসে পৌঁছায়, সেই দলকে রাজ্যের কোন প্রান্তে পর্যবেক্ষণের জন্য যেতে দেয় না রাজ্য সরকার, এমনটা অভিযোগ উঠেছে। বর্তমানে এই দল বিএসএফ ক্যাম্পে রয়েছেন। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য অপূর্ব চন্দ্র জানান, ‘অন্যান্য রাজ্যেও কেন্দ্রের টিম করোনা পরিস্থিতি দেখতে যাছে। তাহলে বাংলায় কেন তাঁদের বাঁধা দেওয়া হচ্ছে? রাজ্য সরকারের বাধায় আমরা কোথাও যেতে পারছি না। নবান্নে বৈঠকের পর আমরা কোথাও যেতে পারিনি। রাজ্য সরকার জানাচ্ছে লকডাউনে কোথাও বেরনো যাবে না’।

কেন্দ্র সরকার এই মহামারির পরিস্থিতিতে কোন পদক্ষেপ নিলে, তা প্রতিটি রাজ্য সরকার মেনে নিতে বাধ্য। কিন্তু এই পরিস্থিতিতে বাংলা কেন তা মানতে চাইছে না, তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহার সঙ্গে এখন তাঁদের বৈঠক চলছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর