সুখবর! মিলল ৮টি নতুন মেডিক্যাল কলেজের অনুমোদন, লাভবান হবেন লাখ লাখ মানুষ

বাংলা হান্ট ডেস্ক : সুচিকিৎসা এবং সুশিক্ষা, প্রতিটি নাগরিকের অধিকার। একটি দেশের সার্বিক বিকাশ ঘটানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেই দেশের চিকিৎসা ব্যবস্থা। আর এবার বাংলার মানুষের জন্য এল বড় খবর। একযোগে মোট ৮টি মেডিকেল কলেজের (8 Medical College) অনুমোদন দিল কেন্দ্র।

সূত্রের খবর, নতুন ৮টি মেডিক্যাল কলেজের পাশাপাশি ৭টি মেডিক্যাল কলেজের আসন সংখ্যাও বৃদ্ধি করা হবে বলে খবর। অর্থাৎ আগামীদিনে বাংলা থেকে আরও বেশি সংখ্যক ছেলেমেয়ে ডাক্তারি পড়ার সুযোগ পাবে। একই সাথে উন্নত হবে বাংলার চিকিৎসা ব্যবস্থাও। এখানে বলে রাখা ভালো যে, এই মুহূর্তে বাংলায় মোট সরকারি মেডিক্যাল কলেজ রয়েছে ২৯টি এবং বেসরকারি মেডিক্যাল কলেজের সংখ্যা ৭টি।

উল্লেখ্য, সারা দেশজুড়ে মোট ১১২টি মেডিক্যাল কলেজের অনুমোদন দিয়েছে কেন্দ্র। বাংলার ভাগ্যে এসেছে ৮টি। যারমধ্যে একটি সরকারি এবং ৭টি কলেজ বেসরকারি। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার অনুমোদিত এই সরকারি কলেজটি হল পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের খড়গপুর মেডিকেল কলেজ। এবার থেকে এই কলেজের সবকিছু সরকারের নিয়ন্ত্রণে থাকবে।

আরও পড়ুন : ‘মদ-সিগারেটে ডুবে আঁতেল বাঙালী’, ভোটের মুখে বিষ্ফোরক মোদীর আর্থিক উপদেষ্টা, ফুঁসছে জনতা

এছাড়াও যে ৭টি বেসরকারি কলেজের অনুমোদন মিলেছে সেগুলি হল উত্তর ২৪ পরগনা এবং নদীয়ায় দুটি করে বেসরকারি মেডিকেল কলেজ। এছাড়াও ভাগ্য খুলেছে পুরুলিয়ারও‌। পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদের একটি করে মেডিকেল কলেজকে অনুমোদন দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের এই নয়া অনুমোদনের পর একধাক্কায় অনেকটাই বেড়ে যাবে বাংলার মেডিক্যাল কলেজের সংখ্যা। অর্থাৎ এবার বাংলার সরকারি মেডিকেল কলেজের সংখ্যা হল ৩০টি এবং বেসরকারি মেডিক্যাল কলেজের সংখ্যা বেড়ে হল ১৪টি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর