প্রতীক্ষার অবসান! আইপিএল নিয়ে মতামত জানালো কেন্দ্রীয় সরকার।

বাংলাহান্ট ডেস্কঃ বিসিসিআই এর তরফে আগেই ঘোষণা করা হয়েছিল 2020 সালের আইপিএল অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে। এবারের আইপিএল শুরু হবে 19 শে সেপ্টেম্বর থেকে এবং আইপিএলের ফাইনাল ম্যাচটি হবে 10 ই নভেম্বর। তবে বিসিসিআই আমিরশাহিতে আইপিএল হওয়ার ঘোষণা করলেও কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পাওয়া বাকি ছিল। অবশেষে কেন্দ্রীয় সরকারের তরফে অনুমতি দেওয়া হল, এমনটাই জানিয়েছেন আইপিএল এর চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।

আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, এই মুহূর্তে ভারতবর্ষে করোনা ভাইরাস ব্যাপক আকার ধারণ করেছে। তাই এবারের আইপিএল আরব আমিরশাহীতে স্থানান্তরিত করা হয়েছে। এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে ছাড়পত্র পাওয়ার আবেদন করা হয়েছিল, অবশেষে সেই ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার।

246658802c09688da4ef4baa50e89508d1c82f94b2f420ea56ac1baefde5b6052749c544d

অপরদিকে কেন্দ্রীয় সরকারের আপত্তি থাকার কারণে আইপিএলের টাইটেল স্পনসর থেকে চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো-কে সরিয়ে দিয়েছে বিসিসিআই। সেই কারণে এই মুহূর্তে নতুন টাইটেল স্পনসরের খোঁজ চলছে। জানা গেছে আগামী 18 ই আগস্টের মধ্যে নতুন টাইটেল স্পনসরের নাম ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।


Udayan Biswas

সম্পর্কিত খবর